Home বঙ্গ নন্দীগ্রাম থেকেই পরিবর্তনের পরিবর্তন শুরু হবে, চায়ে পে চর্চায় বললেন দিলীপ

নন্দীগ্রাম থেকেই পরিবর্তনের পরিবর্তন শুরু হবে, চায়ে পে চর্চায় বললেন দিলীপ

by banganews

নন্দীগ্রাম, ৮ জানুয়ারি, ২০২১ঃ পূর্ব মেদিনীপুরের মেচেদায় চায়ে পে চর্চায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।শুক্রবার প্রথমে মেচেদার ইস্কন মন্দির চত্বরে গুলুড়িয়া শহীদ মাতঙ্গিনী ময়দানে শরীর চর্চা করেন জেলার স্থানীয় নেতাদের নিয়ে।এরপর ইস্কন মন্দিরে পুজো ও আরতি করেন দিলীপ ঘোষ। প্রায় দেড় কিলোমিটার হেঁটে যান শান্তিপুর গ্রামে।সেখানে একটি মন্দিরে পুজো দিয়ে চায়ে পে চর্চায় বসেন বিজেপি রাজ্যসভাপতি।

আরও পড়ুন ৭২ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বাবুলকে, নোটিশ অভিষেকের; ব্যাপার কী?

বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে আলাপচারিতা সারেন। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন দিলীপ ঘোষ।তিনি বলেন ২০১১ সালে মানুষ ভুল করে তৃণমূল সরকারকে বিশ্বাস করেছিল। ২০২১ সালে দুর্নীতির জন্য এদের বিদায় জানাবে বাংলার মানুষ। নন্দীগ্রাম থেকেই পরিবর্তনের পরিবর্তন শুরু হবে।

You may also like

Leave a Reply!