TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

জুন মাসের বিল দিলেই চলবে, পিছু হটে জানাল সিইএসসি

কলকাতা, ২০ অগাস্ট, ২০২০ঃ বিল বিভ্রাট নিয়ে ক্ষোভের মুখে পড়েছিল সিইএসসি। এবার অবস্থান বদলে তারা জানাল, আপাতত জুন মাসের ইউনিটের বিদ্যুতের বিল দিলেই চলবে।

আরও পড়ুন আতঙ্কের মাঝে স্বস্তি, করোনাজয়ী মন্ত্রী স্বপন দেবনাথ

মাত্রাতিরিক্ত বিলে জেরবার হয়ে গিয়েছিল শহরবাসী। খোদ বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে ১১ হাজার টাকা বিল পাঠিয়েছিল সিইএসসি। নবান্ন থেকে অ্যাডভাইসরি পাঠানো হয়েছিল সিইএসসিতে। অবশ্য সিইএসসি দাবি করেছিল, লকডাউনের কারণে মার্চ মাস থেকে রিডিং নেওয়া হয়নি, সেই কারণে ৪ মাসের বিল একসাথে করে পাঠানো হয়েছিল। ফলে বিলের অঙ্কটা ছিল বেশি।
যদিও মাত্রাতিরিক্ত বিল নিয়ে সাধারণ মানুষ থেকে টলিউড সেলেবরাও সরব হয়েছিলেন। চাপের মুখে অবস্থান বদলে সিইএসসি-র এমডি দেবাশিস বন্দোপাধ্যায় জানান, জুন মাসের ইউনিট অনুযায়ী বিল দিলেই হবে। মার্চ থেকে মে মাসের ইউনিটের বিল আপাতত দিতে হবে না।