Home দেশ সরকারি ও বেসরকারি কর্মীদের জন্য সুখবর ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার

সরকারি ও বেসরকারি কর্মীদের জন্য সুখবর ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার

by banganews

বঙ্গ নিউস, ২৭ অক্টোবর, ২০২০ঃ পুজোর মরশুমে বাড়তে পারে পিএফ এর সুদ। এম্প্লয়িস পেনশন ফান্ড এর অধীনে পেনশনের পরিমাণ বাড়িয়ে মাসে ৫০০০ টাকা করা হতে পারে। এই সপ্তাহে লেবার প্যানেলের বৈঠকে এই দুটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই বৈঠক হতে পারে ২৮ অক্টোবর।

আরও পড়ুন হু হু করে প্রচার পেল জ্যাকলিনের উপহার

ইপিএফও আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রে কাজ করা ইপিএফও কে কিভাবে আরো লাভজনক করে তোলা যায় তা নিয়ে আলোচনা করা হবে বলে সূত্রের খবর। প্যানেলের সদস্যরা করোনা আবহে ইপিএফ এর ওপর মহামারীর প্রভাব কতটা পড়েছে তা নিয়ে আলোচনা করবেন। কারণ আর্থিক পরিস্থিতি খারাপ এর জন্য অনেকেই ইপিএফ থেকে টাকা তুলে পরিবারের প্রয়োজন মিটিয়েছেন।

ইপিএফ এর বর্তমান ৮.৫০% সুদ দেয়। এর আগেই পেনশন বৃদ্ধির দাবি জানানো হয়েছিল। এবং কোন কর্মীর মৃত্যু হলে পরিবারের হাতে যাতে সহজে টাকা পৌঁছে দেওয়া যায় সে বিষয়টি নিয়েও আলোচনা করা হবে।

You may also like

Leave a Reply!