Home বঙ্গ মেলার মাঠ ঘিরে ফেলায় ঠিকাদারকে বেধড়ক মার ব্যবসায়ী সমিতির

মেলার মাঠ ঘিরে ফেলায় ঠিকাদারকে বেধড়ক মার ব্যবসায়ী সমিতির

by banganews

শান্তিনিকেতন,১৬ অগাস্ট,২০২০ঃ   অনৈতিক ভাবে মেলারমাঠ ঘিরে ফেলা হচ্ছে৷ এই মাঠ ঘিরে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ী সমিতির সদস্যরা কাজে নিযুক্ত ঠিকাদারকে বেধড়ক মারধর করল। শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠ ঘিরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

দিন কয়েক থেকে মাঠের ধারে বালি-পাথর সহ বিভিন্ন নির্মাণসামগ্রী ফেলা হচ্ছিল। স্বাধীনতা দিবসের দিন সকাল থেকে সেখানে পাঁচিল নির্মাণ করার জন্য ঠিকাদার ও তার কর্মীরা কাজ শুরু করে। সেই সময় বোলপুর ব্যবসায়ী সংঘের সদস্যরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। ঠিকাদারকে মাঠ ঘিরে ফেলার কাজ বন্ধ করতে বলেন। ঠিকাদার সেই কথা না শুনলে ব্যবসায়ী সংসদ সদস্যরা তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ৷

দেখুন ভিডিও 

ব্যবসায়ী সমিতির দাবি কোনভাবেই শান্তিনিকেতনের মেলার মাঠ ঘিরে দেওয়া যাবে না। এই দাবি জানিয়ে বিভিন্ন পোস্টার লিখে ব্যবসায়ী সমিতির সদস্যরা স্লোগান দিচ্ছেন বিশ্বভারতীর কার্যালয়ের সামনে।

You may also like

Leave a Reply!