Home দেশ কৃষিবিলের বিরোধীতা করায় পাকিস্তানি তকমা, ক্ষোভে দল ছাড়লেন বিজেপি নেতা

কৃষিবিলের বিরোধীতা করায় পাকিস্তানি তকমা, ক্ষোভে দল ছাড়লেন বিজেপি নেতা

by banganews

পাঞ্জাব, ১৮ অক্টোবর, ২০২০ঃ কৃষিবিল নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। কেন্দ্রের কৃষিবিলের বিরোধীতায় বিধানসভা বয়কট করেছিলেন বিরোধীরা। সাসপেন্ড করা হয়েছিল আট বিরোধী সাংসদকে। এবার দলেরই এক নেতাকে পাকিস্তানি তকমা দিল বিজেপি। তাঁর অপরাধ তিনি কৃষিবিলের বিরোধীতা করেছেন। দলের এহেন আচরণে পদত্যাগ করলেন পাঞ্জাব বিজেপির সাধারণ সম্পাদক মালবিন্দর সিং কাং।

আরও পড়ুন এবার বাড়ি গিয়ে টাকা পৌঁছে দিয়ে আসবে ব্যাংক

পাঞ্জাবে গেরুয়া শিবিবের শিখ নেতার মধ্যে অন্যতম প্রধান ছিলেন মালবিন্দর। তিনি জানিয়েছেন এই বিল হরিয়ানা ও পাঞ্জাবের প্রতিটি মানুষই এই আইন বিরোধী। এইপ্রসঙ্গে শীর্ষ নেতৃত্ব কোর কমিটির সদস্য হিসাবে মালবিন্দরের কোনো কথাই গ্রাহ্য করেনি বলে অভিযোগ, এমনকি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তরুন চুগ তাঁকে পাকিস্তানি তকমা দেন। আরও অভিযোগ জানিয়েছেন এই বিজেপি নেতা। তিনি বলেছেন চন্ডীগড়ে কৃষকদের সমস্যার কথা তিনি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরিকে জানিয়েছিলেন কিন্তু তিনিও সমস্যা সমাধানে কোনো সদিচ্ছা দেখাননি। বিজেপির এই শিখ নেতা কটাক্ষ করেছেন “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা করেন সেটা ঠিক বলেই ধরে নেওয়াটা বিজেপি নেতার অভ্যাস”। যদিও পাঞ্জাবের এই নেতার পদত্যাগকে আমল দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। মালবিন্দরের পদত্যাগে পাঞ্জাবের বিজেপির প্রধান অশ্বিনী শর্মা বলেছেন বিজেপিতে কথা বলার অধিকার সবার আছে কিন্তু দল সবার সাথে একমত নাও হতে পারে। সূত্রের খবর শিরোমণি অকালিতে যোগ দিতে পারেন মালবিন্দর সিং কাং।

You may also like

Leave a Reply!