Home কলকাতা বুধবার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, জানুয়ারিতে তৃতীয় টেট, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, জানুয়ারিতে তৃতীয় টেট, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

by banganews

কলকাতা, ২২ ডিসেম্বর, ২০২০ঃ আগামীকাল প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ১৬৫০০ শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। তিনি জানিয়েছেন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। জানুয়ারির ১০ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ প্যানেল তৈরি হবে। এর পাশাপাশি আগামী ৩১ জানুয়ারি তৃতীয় দফায় অফলাইনে টেট পরীক্ষার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মোট আড়াই লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে। গত ১১ নভেম্বর ১৬৫০০ জন প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন শীতের ডায়েটে এইসব খাবার রাখছেন তো?

আগামীকাল সেই পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। এছাড়াও আজকের বৈঠকে পুলিশ ও শিক্ষকদের নিজের জেলায় বদলির প্রতিশ্রুতি রেখেছেন বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন ‘আমরা পুলিশকে বলেছিলাম কনস্টেবল, এস আই ও হোমগার্ড পদে ১৫ বছর অভিজ্ঞতা থাকলে তারা নিজের জেলায় বদলি হতে পারবেন। মোট আবেদন জমা পড়েছিল ৫০ হাজার, আমরা ৩৫ হাজার অনুমোদন দিয়েছি’। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন ‘ ১০,১৬৩ জন প্রাথমিক শিক্ষক আবেদন করেছিলেন। এর মধ্যে ৬,৪৬৬ জন শিক্ষক নিজের জেলায় বদলি হয়ে গিয়েছেন। উচ্চমাধ্যমিক নিজের জেলায় ৫৫০২ বদলি চেয়েছিলেন। ৩,৮৫২ জনের বদলি মঞ্জুর করা হয়েছে। উচ্চমাধ্যমিকস্তরে মিউচুয়াল বদলি চেয়েছিলেন ৪৫৯৪ জন। ৪৪৯০টি আবেদন গৃহীত হয়েছে। ৯৮ শতাংশ আবেদন অনুমোদন দিয়েছে সরকার।’

You may also like

Leave a Reply!