কলকাতা, ১৯ অগাস্ট, ২০২০ : মেঘালয়ের রাজ্যপালের পদ ছেড়ে আবার সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চান তথাগত রায়। রাজ্যপাল হিসেবে তার মেয়াদ শেষ হয়েছে ২০ মে। করোনা পরিস্থিতিতে দায়িত্ব থেকে মেলেনি অব্যহতি। তথাগতবাবুর ঘনিষ্ট মহল সূত্রে খবর, রাজ্যপালের দায়িত্ব থেকে নিষ্কৃতি মিললেই ফের সক্রিয় রাজনীতিতে ফিরতে চান তিনি।
আরও পড়ুন চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত, তৈরি নতুন কমিটি
অনেকের মতে, একুশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই রাজনীতির আঙিনায় ফিরতে চান বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি। গেরুয়া শিবিরের অন্দরেই এই জোর চর্চা চলছে।
বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা তথাগত রায়ের এই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “পুরনো দিনের বিজেপি কর্মী আবার সক্রিয় রাজনীতিতে এলে দলের লাভই হবে।”