Home বিনোদন এ যেন বাংলা গানে ‘হানি সিং’

এ যেন বাংলা গানে ‘হানি সিং’

by banganews

যাদের এখন চোখ ‘লাল’
তারাই করবে ভবিষ্যতে ‘কামাল’।
বাংলায় কোন ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টের সিঙ্গেল থেকে শুরু করে ওয়েব সিরিজ সবকিছুতেই বলিউডের তুলনা টানা আমাদের স্বভাবের একটি অঙ্গ হয়ে উঠেছে। আমাদের এই অপ্রতিরোধ্য স্বভাবের মুখেই ঝামা ঘষে দিলেন তন্ময় সাধক এর সঙ্গে যোগ দিলেন সাগর ঝাঁ। তার নতুন র‌্যাপ ভিডিও, ‘ পার্টি উইথ ভোলেনাথ’ এর ভিসুয়াল ট্রিটমেন্ট দেখে অনেকেরই বলিউডের হানি সিং কিংবা এনরিকে ইগলিসিয়াস ভিডিওর কথা মনে পড়ে যাবে।

গানের ভাষাতেই আছে জীবনকে শান্তির চোখে অথচ বেপরয়া ভাবে দেখার দর্শন। সায়ন্তন চ্যাটার্জী এবং রোহান দাসের লেখাতে, তন্ময় সাধকের কম্পোজিশনে, এই গানের ভিডিও শুটে করা হয়েছে নানা ধরনের এক্সপেরিমেন্ট ক্যামেরার কাজেও তার প্রমাণ রেখেছে এই ভিডিওর পরিচালক বিশ্বনাথ। পশ্চিমবঙ্গে বোল্ট একশন ক্যামেরাতে শুট খুবই কম হয় আর এই ভিডিওর ক্ষেত্রে তার প্রযুক্তির ব্যবহার এক নতুন মাত্রা এনে দিয়েছে।

খুব কম সময়ের মধ্যেই এই ভিডিও দারুণ আলোড়ন তৈরি করেছে নেট নাগরিকদের মধ্যে। ডিইউজে’র সঙ্গে সঙ্গে বাড়ছে লাইক এবং শেয়ারের সংখ্যাও।
তাই শিব ভক্তরা নিজের মনকে অন্য কোথাও শিফট না করেই দেখতে পারেন এই মিউজিক ভিডিও।

You may also like

Leave a Reply!