Home লাইফস্টাইল কেটে যাওয়া দুধ দিয়ে করুন গাছের পরিচর্যা

কেটে যাওয়া দুধ দিয়ে করুন গাছের পরিচর্যা

by banganews

অনেক সময় নানা কারণে প্যাকেটে বা পাত্রে রাখা দুধ নষ্ট হয়ে যায়৷ যে কোনো জিনিস নষ্ট হয়ে গেলে বা পচে গেলে আমরা দিই। তবে জানেন কী? দুধ কেটে গেলেও তা অনেক কাজে লাগানো যেতে পারে।

আজকাল আর বড় বাগানঘেরা বাড়ি সেভাবে দেখা যায় না। ছোট এক কিংবা দু’কামরার ফ্ল্যাট। তাকে সবুজ ও সতেজ করে সাজিয়ে তুলতে পারে নষ্ট হওয়া দুধ। কীভাবে?
দুধে মূলত ভিটামিন বি এবং ক্যালসিয়াম থাকে। তাই দুধ দিলে গাছের পাতা হয়ে ওঠে আরও সবুজ

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!