Home বিদেশ মিছিল ঘিরে রণক্ষেত্র সুইডেন

মিছিল ঘিরে রণক্ষেত্র সুইডেন

by banganews

স্টকহোম, 29 আগস্ট 2020 :ডেনমার্কের বিতর্কিত নেতা র‍্যাসমাস পালুডিনকে মুসলিম বিদ্বেষী ‘কোরান পোড়াও’ মিছিলে পৌঁছতে বাধা দেওয়ায় রণক্ষেত্র দক্ষিণ সুইডেনের মালমো। শুক্রবার রাতে তিনশোর কাছাকাছি বিক্ষোভকারী পথে নেমে পুলিশের দিকে পাথর ছোড়ে এবং প্রকাশ্য রাজপথে টায়ার পোড়ায়।

আরও পড়ুন দিল্লি রেল স্টেশনে ৮ যাত্রীর থেকে বাজেয়াপ্ত ৫০৪টি সোনার বার

পুলিশ মুখপাত্র রিকার্ড লান্ডক্যিভুস্ট স্থানীয় সুইডিশ সংবাদপত্রকে জানিয়েছে , ডেনমার্কের চরম-দক্ষিণপন্থী অভিবাসী বিরোধী দলের নেতা
র‍্যাসমাস পালুডিন মালমোতে একটি সভায় বক্তৃতা দিতে যাচ্ছিলেন। সপ্তাহের প্রথম দিনের প্রার্থনা জন্য মুসলিমরা পথ দখল করলে তার যাত্রাপথ রুদ্ধ হয়।

পালুডিনের আসার খবর পেয়ে সাম্প্রদায়িক হিংসার আশঙ্কায় তাঁর উপর দু’বছরের জন্য সুইডেনে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে তাঁকে মালমো থেকে গ্রেফতার করা হয়। ধর্মীয় হিংসা ও উস্কানিমূলক স্লোগানের জন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে পালুডিন ইসলাম ধর্মে নিষিদ্ধ শূকরের মাংসে জড়িয়ে কোরান পুড়িয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনায় উঠে এসেছিলেন।

You may also like

Leave a Reply!