কোনোরকম অন্যায় বরদাস্ত করবেন না আগেই বলেছিলেন তৃণমূল সুপ্রিমো। দলের কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল এই বার্তা বারবার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রধানের এহেন ব্যবহারে দল যে পাশে থাকবে না তা স্পষ্ট করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। সম্প্রতি কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান সত্যজিৎ চৌধুরীর বিরুদ্ধে আবাস যোজনার টাকা অন্যের অ্যাকাউন্টে পাঠিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে।
তাহলে কি রোশানের সঙ্গে বিচ্ছেদই শেষ পরিণতি?
সেই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন গ্রামবাসীদের একাংশ। অভিযোগ, সেই অভিযোগ প্রত্যাহারের জন্য গ্রামবাসীদের চাপ দেওয়া হচ্ছে। এমনকি হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ প্রত্যাহার না করলে স্বাস্থ্যসাথীর কোনো সুবিধা গ্রামবাসীরা পাবে না। এই মর্মে জেলাশাসককে লিখিত অভিযোগ দায়ের করেছে গ্রামবাসীরা। এই ঘটনায় তৃণমূল জেলা নেতৃত্বের তরফে জানানো হয়েছে কোনও প্রধান যদি এই ধরনের কাজ করে থাকেন, তাহলে দলে তদন্ত হবে। প্রশাসনও তদন্ত করবে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হবে। দল পাশে দাঁড়াবে না।