Home দেশ সুশান্তকাণ্ড: সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা প্রাক্তন আইপিএস অফিসারদের

সুশান্তকাণ্ড: সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা প্রাক্তন আইপিএস অফিসারদের

by banganews

মুম্বই, ৩ সেপ্টেম্বর, ২০২০: সুশান্তকাণ্ডে মিডিয়ার ভূমিকা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল বম্বে হাইকোর্টে।
মুম্বই পুলিশের বিরুদ্ধে অন্যায়, বিদ্বেষমূলক ও ভুল খবর প্রচারিত হচ্ছে সংবাদমাধ্যমে— এমনই অভিযোগ এনে অবিলম্বে তা বন্ধ করানোর আর্জি জানালেন আটজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার।

আরও পড়ুন সুশান্ত মামলা: গ্রেপ্তার ড্রাগ ব্যবসায়ীকে হেফাজতে নিল এনসিবি

এই জনস্বার্থ মামলায় স্বাক্ষর করেছেন এমএন সিং, পিএস পসরিচা, কে সুব্রহ্মণ্যম, ডিএন যাদব, ডি শিবনন্দন, সঞ্জীব দয়াল, এসসি মাথুর ও কেপি রঘুবংশী। এই আইপিএস অফিসাররা প্রত্যেকেই ডিরেক্টর জেনারেল পদ থেকে অবসর নিয়েছেন।
সারা দেশে পুলিশ বাহিনীর হয়ে প্রাক্তন শীর্ষ আধিকারিদের এ ভাবে রুখে দাঁড়ানোর ঘটনা এই প্রথম ঘটল।
মহারাষ্ট্রের এই প্রাক্তন আইপিএস অফিসারদের দায়ের করা জনস্বার্থ মামলাকে স্বাগত জানালেন সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। মহারাষ্ট্র পুলিশ এবং মুম্বই পুলিশের দক্ষতা নিয়ে তিনি সুশান্তকাণ্ডের শুরু থেকেই সরব।

আরও পড়ুন আইপিএল-এ আবার করোনার হানা

এই মামলা নিয়ে কোনও খবর সংবাদপত্র, বৈদ্যুতিন মাধ্যম বা ইন্টারনেটে প্রকাশের জন্য নির্দিষ্ট নির্দেশিকা জারির জন্য আবেদন জানানো হয়েছে জনস্বার্থ মামলায়।
শুধু এই মামলা নয়, ভবিষ্যতেও সংবাদমাধ্যমের প্রচারিত খবর যেন এক সুস্পষ্ট নির্দেশিকা মেনে চলে, সে আবেনও জানানো হয়েছে বম্বে হাইকোর্টের কাছে।

You may also like

Leave a Reply!