দিল্লি, ১৯ অগাস্ট ২০২০ : অবশেষে সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর তদন্তভার দেওয়া হল CBI এর হাতে। আজ সকালেই সে কথা স্পষ্ট জানিয়ে দেয় শীর্ষ আদালত। তবে এই রায়ের স্বপক্ষে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট।
১) সত্যমেব জয়তে। সত্যের জয় হয়। সে সূর্যের মতোই। শুধুমাত্র জীবিতদের জন্যই নয়, মৃত্যুর পরেও যেন মৃত ব্যক্তি বা তার পরিবার ন্যায় বিচার পায়। তবেই সেই বিদেহী আত্মা পরলোকে শান্তিতে ঘুমাতে পারবেন।
২) সম্পূর্ণ প্রতিভা বিকশিত হওয়ার আগেই একজন প্রতিভাবান অভিনেতার অস্বাভাবিক মৃত্যু কোনো অপরাধমূলক কার্যকলাপের ফলাফল হতেই পারে।
আরও পড়ুন : সুশান্তে সিবিআই, সত্যের জয় দেখছে বলিউড
৩) সুশান্তের পরিবার এবং সুশান্তের অনুরাগীরা তার মৃত্যুর কারণ জানার জন্য অপেক্ষা করে রয়েছে। তাই শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি না করে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
৪) তদন্তের উপর নির্ভর করছে এই মামলার বিচার, যার উপর নির্ভর করে আছেন সন্তানহারা এক বাবা।
৫) তদন্তে নিযুক্ত মুম্বাই এবং বিহার পুলিশ, দুপক্ষই ক্রমাগত একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলছে। তাই নিরপেক্ষ তদন্তের জন্য তা এক ছাতার তলায় আনা হল।