Home দেশ সুশান্ত মামলা: গ্রেপ্তার ড্রাগ ব্যবসায়ীকে হেফাজতে নিল এনসিবি

সুশান্ত মামলা: গ্রেপ্তার ড্রাগ ব্যবসায়ীকে হেফাজতে নিল এনসিবি

by banganews

মুম্বই, ৩ সেপ্টেম্বর, ২০২০: সুশান্ত মামলায় গ্রেপ্তার হওয়া জায়েদ ভিলাট্রাকে এক সপ্তাহের জন্য কাস্টডিতে নিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। খবরে প্রকাশ, দশদিনের কাস্টডি চেয়েছিল এনসিবি। কিন্তু আদালত সাতদিনের কাস্টডি মঞ্জুর করেছে। আজ থেকে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত এনসবিবি-র হেফাজতে থাকবেন জায়েদ। তারপরই তাকে ফের আদালতে পেশ করা হবে।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর সতর্কতার পর সবজি বাজারের দাম দেখতে আসরে ইবি

গতকালই দুজন ড্রাগ সরবরাহকারীকে গ্রেফতার করেছে এনসিবি। এবার তাদের মধ্যে ড্রাগ অভিযুক্ত জায়েদ ভিলাট্রাকে মেডিকেল পরীক্ষার পরই আজ সকালেই আদালতে পেশ করা হয়েছে। এনসিবি-র পক্ষ থেকে ১০ দিনের কাস্টডি দাবি করা হলেও এক সপ্তাহের জন্য কাস্টডি মঞ্জুর করা হয়েছে।
আরেক অভিযুক্ত আব্দুল বাশিত পারিহারকে এখনও আদালতে পেশ করা হয়নি।
জায়েদকে আদালতে পেশ করার পর তার আইনজীবীর দাবি, তাঁর মক্কেল স্বেচ্ছায় বয়ান দেননি। তাঁকে দিয়ে জোর করে স্বাক্ষর করানো হয়েছে।
সূত্রের খবর, এনসিবি-র হাতে গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত জানিয়েছেন, রিয়া চক্রবর্তীর ভাই শৌভিকের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। খুব শীঘ্রই শৌভিককে সমন পাঠাতে পারে এনসিবি।

You may also like

Leave a Reply!