মুদির দোকান সামলে অর্থাৎ করেই আইপিএল-এর স্কোরারের দায়িত্ব পেলেন, চুঁচুড়ার যুবক সূর্যকান্ত পান্ডা। আগামী ১৯ শে সেপ্টেম্বর থেকে আইপিএল-এ ইলেকট্রনিক স্কোরারের দায়িত্ব পালন করবেন, তিনি। আদি বাড়ি ওড়িশায়। বেশ কয়েক বছর আগেই সেখান থেকে পাকাপাকি ভাবে চুঁচুড়ায় এসে থাকতে শুরু করেন, সূর্য।
দেখুন ভিডিও