TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সফল মদন মিত্রের অস্ত্রোপচার

মদন মিত্রের অস্ত্রোপচার সফল। অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে ভোকাল কর্ডের পলিপ। একটি নয়, দুটি পলিপ ছিল ভোকাল কর্ডে। অস্ত্রোপচার করতে গিয়ে তা দেখতে পান চিকিৎসকরা। Laryngoscopy করে বাদ দেওয়া হয় দুটি পলিপই। এসএসকেএম-এর ইএনটি বিভাগের প্রধান ড. অরুণাভ সেনগুপ্ত এই অস্ত্রোপচার করেন। তিনি জানিয়েছেন, আপাতত দেখে পলিপগুলিকে বিনাইন বলেই মনে হয়েছে অর্থাৎ ক্যান্সারের সম্ভাবনা কম। তবুও বায়োপসির জন্য নমুনা পাঠানো হচ্ছে বলে জানান তিনি। অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে রাখা হয়েছে মদন মিত্রকে। ২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। প্রয়োজন বুঝলে ভর্তি করা হতে পারে আইসিইউ-তে। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, এদিন অস্ত্রোপচারের আগে মদন মিত্রের দ্রুত সুস্থতা কামনায় যজ্ঞও করেন অনুরাগী ও সমর্থকরা।

 

মদন মিত্রের অস্ত্রোপচার

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই স্বরযন্ত্রের সমস্যায় ভুগছিলেন মদন মিত্র। স্বরযন্ত্রে সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন তিনি। কামারহাটির বিধায়কের জন্য একটি ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডও তৈরি হয়। সেই বোর্ডের তত্ত্বাবধানেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।