Home বিনোদন লক্ষ্মীপুজোয় নির্জলা উপবাস করে পুজো করতেন মহানায়ক

লক্ষ্মীপুজোয় নির্জলা উপবাস করে পুজো করতেন মহানায়ক

by banganews
সর্বাণী মুখোপাধ্যায় এর স্মৃতিতে নায়ক উত্তম কুমার মানে উত্তম কাকু মানেই লক্ষ্মীপুজোর দিন গরদ পরে পুজো করা।
ওই ভুবনভোলানো হাসি, ওই ঠোঁটের ফাঁকে সিগারেট ধরার স্টাইল, সিঁড়ি থেকে নামার ধরণ – সে এক আলাদাই স্টাইল স্টেটমেন্ট। হ্যাঁ, ঠিকই নামটা উত্তম কুমার। বাঙালীর হার্টথ্রব। ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর উত্তর কলকাতায় জন্ম। সিনেমাজগতের নক্ষত্র। তাঁর আলোর ছটায় সেসময় ঢেকে গিয়েছিলেন অনেকেই। সে অন্য বিতর্ক। যাই হোক, একের পর এক হিট সিনেমা তাঁর ঝুলিতে। সবরকম অভিনয়ে স্বচ্ছন্দ, সাবলীল।
উত্তম-সুচিত্রা জুটি তখন বাঙালীর ঘরের ছেলে মেয়ে। সবাই আমরা স্টার উত্তমকে চিনি, জানি। কিন্তু কেমন ছিলেন ব্যক্তি উত্তম? সর্বাণী মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা খুঁজলে জানতে পারব দু এক কথা। তার আগে বলে রাখা ভাল সর্বাণী মুখোপাধ্যায় হলেন আশুতোষ মুখোপাধ্যায়ের কন্যা। এই আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা প্রচুর কালজয়ী সাহিত্যে অভিনয় করেছেন উত্তম-সুপ্রিয়া-সুচিত্রা জুটি। দীপ জ্বেলে যাই, জীবনতৃষ্ণা, সাত পাকে বাঁধা, কাল তুমি আলেয়া, নবরাগ প্রভৃতি। সর্বাণী মুখোপাধ্যায়ও ছিলেন উত্তম কুমার আর সুপ্রিয়া দেবীর কন্যাসম। বেণু আন্টির লক্ষ্মীপুজোয় বাবার হাত ধরে যেতেন তিনি। তাঁর স্মৃতিরোমন্থনে, “ভবানীপুরের বাড়ির পুজোতে দুয়েকবার গেছি বাবার সঙ্গে, তবে সেখানে ভোগ খাইনি কখনও। ভোগ খাওয়া হত বেণু আন্টির কাছেই। তবে উত্তম কাকু কিন্তু দুই বাড়িতেই যেতেন। উত্তম কাকু আর বেণু আন্টি সারাদিন উপবাস করে থাকতেন। উত্তম কাকু পৈতৃক বাড়ির পুজো আগে সেরে তার পর ময়রা স্ট্রিটে আসতেন। কারণ ময়রা স্ট্রিটের পুজো শেষ হতে হতে রাত হয়ে যেত।উত্তম কুমার গরদ পরে নিজে লক্ষ্মী পুজো করতেন। পুরোহিত আসতেন কিন্তু উত্তম কুমার বসতেনও।”
১৯৮০ এর ২৪ জুলাই উত্তম কুমারের অকাল প্রয়াণের পর শুধু গোটা দেশবাসী না, একা হয়ে যান তাঁর পরিবারের লোকজনও। পরবর্তীকালে ময়রা স্ট্রীটের বাড়ি থেকে উঠে আসেন সুপ্রিয়া দেবী। এখন সেখানে অভিজাত হোটেল তৈরি হয়েছে। কিন্তু উত্তম সুপ্রিয়ার সংসারের ইতিহাসের স্মৃতি আজও সেই বাড়ির আনাচে কানাচে রয়ে গিয়েছে।
আরো পড়ুন
কথায় আছে স্মৃতি সততই সুখের। সুখের না দুখের নাকি সুখ দুখের বোঝা বয়ে যাওয়া তা তো সময় বলছে।অবশ্য তখন এখন সবসময়ই তর্কপ্রিয় বাঙালীর তর্ক ছাড়া চলে! তাই উত্তম না সৌমিত্র – চায়ের আড্ডার সে ঝগড়া অবশ্য এখনও চলে।

You may also like

Leave a Reply!