Home কলকাতা চিকিৎসায় সামান্য সাড়া সৌমিত্রর, ফুসফুসে সংক্রমণ একই

চিকিৎসায় সামান্য সাড়া সৌমিত্রর, ফুসফুসে সংক্রমণ একই

by banganews

কলকাতা, ১৩ অক্টোবর, ২০২০ঃ সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্বাস প্রশ্বাস অল্প হলেও স্থিতিশীল। খুলে নেওয়া হয়েছে তাঁর বাইপ্যাপ বা নন ইনটেনসিভ ভেন্টিলেশন। এখনই ইনটেনসিভ ভেন্টিলেশনেরও দরকার পড়ছে না। বেলভিউ নার্সিংহোমের মেডিক্যাল বুলেটিন বলছে, সৌমিত্রবাবুর ফুসফুসে সংক্রমণ অপরিবর্তনীয়। মস্তিষ্কের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে। তবে অস্থিরতা এবং আচ্ছন্নভাব রয়েছে এখনও। রক্তচাপ কমলেও জ্বর আছে।

আরও পড়ুন ১৫ তারিখ থেকে পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

সৌমিত্রবাবুর মেয়ে পৌলমী চট্টোপাধ্যায় জানিয়েছেন, অন্তত এক শতাংশ হলেও তাঁর বাবা সাড়া দিচ্ছেন চিকিৎসায়।
আগামীকালও সৌমিত্রবাবুর এমআরআই এবং সিএফএস অ্যানালিসিস করা হবে বলে খবর।

You may also like

Leave a Reply!