Home কলকাতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডায়ালিসিসের সিদ্ধান্ত

সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডায়ালিসিসের সিদ্ধান্ত

by banganews

কলকাতা, ২৮ অক্টোবর, ২০২০ঃ একইরকম সঙ্কটে সৌমিত্র চট্টোপাধ্যায়। এদিন দুপুরের মেডিক্যাল বুলেটিনে বেলভিউ নার্সিংহোমের ডক্টর অরিন্দম কর একথাই জানিয়েছেন।
সৌমিত্রবাবু আজও সম্পূর্ণ ভেন্টিলশন সাপোর্টে রয়েছেন। ডক্টর কর জানিয়েছেন, বর্ষীয়ান অভিনেতার দুটো কিডনিই কাজ করছে না। বেলভিউয়ের নেফ্রোলজিস্টরা এবার তাঁর ডায়ালিসিস করার সিদ্ধান্ত নিয়েছেন। সৌমিত্রবাবুর পরিবারের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত। ডক্টর কর আরও জানান, বর্ষীয়ান অভিনেতার শরীরে বাড়তে থাকা ইউরিয়া আর ক্রিয়েটিনিনকে নিয়ন্ত্রণ করার আর কোনও আশু পথ খোলা নেই। এই ডায়ালিসিস খুব শীঘ্রই শুরু হবে।

আরও পড়ুন হোম আইসোলেশনে থাকা রোগীদের নিয়ে বাড়ছে উদ্বেগ, বৈঠক ডাকল স্বাস্থ্যদফতর

শুরুতে ২ থেকে ৩ বার ডায়ালিসিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডক্টর কর বলছেন, ‘আমরা আশা করছি, সীমিত সময়ের জন্যই ডায়ালিসিস চলবে। দীর্ঘকালিন ভিত্তিতে এর আর কোনও প্রয়োজন পড়বে না।’

You may also like

Leave a Reply!