Home বিনোদন সৌমিত্রবাবু সামান্য ভালো, তবে সঙ্কট কাটেনি

সৌমিত্রবাবু সামান্য ভালো, তবে সঙ্কট কাটেনি

by banganews

সৌমিত্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় রাউন্ড ডায়ালিসিসের প্রস্তুতি শুরু করলেন চিকিৎসকরা। তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। সৌমিত্রবাবুর হিমোগ্লোবিন আরও নেমে গিয়েছে। আজ ব্লাড ট্রান্সফিউশনের সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড। তাঁর সেপসিস রয়েছে বলে নার্সিংহোম সূত্রে খবর।
ডায়ালিসিসের প্রথম পর্বের পর সৌমিত্রবাবুর লিভার এবং কিডনির অবস্থা সামান্য হলেও ভালোর দিকে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
এখনও অবধি পুরোপুরি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। যদিও তাঁর অক্সিজেন স্যাচুরেশন স্তর ৯৫ শতাংশ। তবে স্নায়ুর সমস্যা রয়েছে।

পরিযায়ী শ্রমিকের আদলে দুর্গা , সংরক্ষিত হবে শহরে

নার্সিংহোম সূত্রে খবর, আজ একবার চোখ খোলার চেষ্টা করেছিলেন তিনি। গতকালের তুলনায় রক্তে ইউরিয়া আর ক্রিয়েটিনিনের পরিমাণ তুলনামূলকভাবে একটু কম। মোটের ওপর একটু ভালো হলেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা এখনও সঙ্কটজনক বলে মনে করছেন চিকিৎসকরা।

You may also like

Leave a Reply!