TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সঙ্কটেই সৌমিত্র, প্রয়োজনে হতে পারে অস্ত্রোপচার

এবার হয়তো অস্ত্রোপচার হতে পারে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তাঁর অভ্যন্তরীণ রক্তক্ষরণকে থামানো গিয়েছে আপাতত। তবে আবারও এই সমস্যা ফিরে আসতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। রক্তক্ষরণ ঠিক কোন জায়গা থেকে হচ্ছে, তা বুঝতে সৌমিত্রবাবুর সিটি অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। এদিন তাঁর তৃতীয়বার ডায়ালিসিসও করা হয়। চিকিৎসকদের বক্তব্য, প্রয়োজনে অভ্যন্তরীন রক্তক্ষরণ বন্ধ করতে শরীরের ওই নির্দিষ্ট অংশে অস্ত্রোপচার করতে হতে পারে। যদিও তা খুবই ঝুঁকির কাজ হবে বলে মানছেন তাঁরা।

দিওয়ালির সব উৎসব বন্ধ রাখছেন অমিতাভ, কেন?

মাঝে কিছুদিন সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা একটু ভালো হলেও এখন আবারও তিনি অত্যন্ত সঙ্কটে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। গত ২৭ দিন ধরে নার্সিংহোমে লড়াই করছেন বাংলার এই প্রবাদপ্রতিম অভিনেতা। এদিনও তাঁকে রক্ত দিতে হয়। হিমোগ্লোবিনের স্তর ওঠানামা করছে তাঁর। আচ্ছন্নভাব এখনও পুরোমাত্রায়।
সৌমিত্রবাবুর চিকিৎসা করছে যে মেডিক্যাল টিম, তার প্রধান ডক্টর অরিন্দম কর বলছেন, দিন যত এগোচ্ছে, কিংবদন্তির সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার আশা কমছে। এখন কোনও এক অলৌকিকের প্রতীক্ষা করছেন চিকিৎসক থেকে অনুরাগী, সকলেই।