Home খেলা স্পেশাল অলিম্পিকে ভারতের ব্রান্ড অ্যাম্বাস্যাডার সোনু সুদ

স্পেশাল অলিম্পিকে ভারতের ব্রান্ড অ্যাম্বাস্যাডার সোনু সুদ

by banganews

আবারও দেশের মুখ উজ্জ্বল করতে চলেছেন সোনু সুদ। রাশিয়ায় আয়োজিত ‘বিশেষ অলিম্পিকস’ প্রতিযোগিতায় ভারতের ‘ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর’ সোনু সুদ৷  ‘স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড উইন্টার গেমস’ অনুষ্ঠিত হবে ২০২২-এর জানুয়ারিতে। সোনুর নেতৃত্বে ভারতীয় খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন এই খেলায় ।

১৯৬৮ থেকে প্রতি দু’বছর অন্তর স্পেশাল অলিম্পিকস অনুষ্ঠিত হয়। বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরাই এখানে অংশগ্রহণ করেন৷ গ্রীষ্মকালীন ও শীতকালীন দুটি  প্রতিযোগিতার  আয়োজন করা হয়৷ এই বছর শীতকালীন ক্রীড়ার অলিম্পিকস অনুষ্ঠিত হবে রাশিয়ার কাজানে।

 

 

আজ সোমবার ছিল উদ্বোধনী অধিবেশন৷ সোনু সুদ ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডার এ কথা ঘোষণার পরেই অভিনেতা অত্যন্ত খুশি৷ সোশাল সাইটে তিনি লেখেন, ‘এই সুযোগ পেয়ে গর্ব হচ্ছে। আশা করি,  দেশের খেলোয়াড়েরা রাশিয়ার মাটিতে দেশের মুখ উজ্জ্বল করবেন।’ ইতিমধ্যেই এই খবর পৌঁছে গিয়েছে তাঁর অসংখ্য  অনুরাগীর কাছে। যোগ্য ব্যক্তি যোগ্য সম্মান পাচ্ছেন এমনটাই বলছেন সকলে৷

উদ্বোধনী অধিবেশনে ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা মিলে মোট ৫০০ জন উপস্থিত ছিলেন। প্রত্যেকের প্রশংসা করে সকলের প্রশ্নের উত্তর দেন সোনু সুদ৷

 

অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে সোনু বলেন, “বিদেশের মাটিতে নিজেকে প্রমাণ করার এটাই সবচেয়ে বড় সুযোগ। আশা রাখি, দেশের খেলোয়াড়রা এই সুযোগ পুরোপুরি কাজে লাগাবেন।” আগামী দিনে এই প্রতিযোগিতা আরও বড় আকারে বিশ্বে ছড়িয়ে পড়ুক, এই শুভেচ্ছাও জানিয়েছেন সোনু সুদ৷

You may also like

Leave a Reply!