Home দেশ মানুষের পাশে দাঁড়াতে নিজের সম্পত্তিও বন্ধক রাখলেন সোনু সুদ

মানুষের পাশে দাঁড়াতে নিজের সম্পত্তিও বন্ধক রাখলেন সোনু সুদ

by banganews

বঙ্গ নিউস, ৯ ডিসেম্বর, ২০২০ঃ ১০ কোটি টাকার প্রয়োজন। কারণ তিনি মানুষের পাশে থাকতে চান৷ তাই নিজের সম্পত্তি বন্ধক রাখলেন অভিনেতা সোনু সুদ । এই সম্পত্তি তাঁর এবং তার স্ত্রী সোনালির নামে ছিল৷ স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের কাছে 10 কোটি টাকার লোন নিয়েছেন অভিনেতা এই সম্পত্তি বন্ধক রেখে৷

৬ টি ফ্ল্যাট এবং দুটি দোকান বন্ধক রেখেছেন সোনু, যেগুলি মুম্বইয়ের জুহুতে ইসকন মন্দিরের কাছে অবস্থিত৷ চড়া সুদে লোন নিয়েছেন সোনু সুদ৷ রেজিস্ট্রেশন করা হয়েছে 24 শে নভেম্বর।

আরও পড়ুন কৃষকদের থেকে সরাসরি ধান কিনবে মমতা সরকার

করোনার আবহে লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়েছিলেন তিনি৷ টোল ফ্রি নম্বরে একটি হেল্পলাইন চালু করেছিলেন।
দুঃস্থ ছাত্রদেরকে পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করেছেন। তাঁর মানবিক ভূমিকার জন্য গত সেপ্টেম্বরে ডিজিটাল হিউম্যানিটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সোনু সুদ কে৷

কিন্তু এতকিছু কেন করছেন তিনি?তিনি জানিয়েছেন, লকডাউন জীবন বদলে দেওয়া অভিজ্ঞতা৷ দিনের বেশিরভাগ সময় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কাটানোর যন্ত্রণা দুঃখ শেষে বাড়ির ফেরার আনন্দে যখন তাদের মুখে হাসি ফুটত,  সব কিছু পাওয়া হয়ে যেত৷

You may also like

Leave a Reply!