Home দেশ দলীয় অসন্তোষের কারণেই কি পদত্যাগের ইচ্ছা সোনিয়ার?

দলীয় অসন্তোষের কারণেই কি পদত্যাগের ইচ্ছা সোনিয়ার?

by banganews

আজ সকাল ১১ টায় শুরু হচ্ছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সূত্রের খবর, ইস্তফা দিতে পারেন দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গাঁধী।

দিন কয়েক ধরে শোনা যায়, দলের ২০ জন পূর্ণ সময়ের নেতা চেয়ে চিঠি লিখেছেন। পাশাপাশি দলের বর্তমান পরিস্থিতি নিয়েও চিঠিতে উল্লেখ করেছেন তাঁরা। আর এই বিষয়টিতেই খোদ সভানেত্রী অসন্তুষ্ট বলে সূত্রের খবর।

আরও পড়ুন : দেশের করোনা পরিস্থিতি

সেই কারণেই তিনি ইস্তফা দিতে চান বলে জানা গিয়েছে। যদিও এই ধরনের কোনও চিঠির প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন কংগ্রেস নেতারা। তবে, ওয়ার্কিং কমিটি তে সনিয়া গাঁধীর ইস্তফা গ্রহণ করা হবে না বলে সুত্রের খবর।

২০১৯ লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির দায় মাথায় নিয়ে পদত্যাগ করেন তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। তারপরেই ১০ অগাষ্ট সনিয়া গাঁধী দলের অন্তর্বর্তকালীন সভানেত্রী হন।

You may also like

Leave a Reply!