Home পৌরাণিক কাহিনী ৩৪০ বছরের পুরোনো তেহট্টের কৃষ্ণরায় মন্দিরের স্নানযাত্রা

৩৪০ বছরের পুরোনো তেহট্টের কৃষ্ণরায় মন্দিরের স্নানযাত্রা

by banganews

কোভিড-১৯ ভাইরাসের আক্রমণে সমগ্র বিশ্ব এখন তটস্থ। করোনার প্রভাব এবার স্নানযাত্রা রথযাত্রাতে। নদীয়ার বিভিন্ন প্রান্তে আজকের দিনে স্নানযাত্রা উৎসব হয়। এবার স্নানযাত্রা হলেও তা ছিল জনসমাগম হীন। যেমন নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে ৪৪ কিমি উত্তরে অবস্থিত তেহট্ট। তেহট্টের কৃষ্ণরায় মন্দির ৩৪০ বছরেরও বেশি প্রাচীন। কৃষ্ণরায় মূর্তিকে আজকের দিনে তেহট্টের জলঙ্গী নদীর ঘাটে স্নান করানো হয় ও নদী পরিভ্রমণ করানো হয়, যা উৎসবের চেহারা নেয়।

আরো পড়ুন –চলন্ত ট্রেনের পিছনে দৌড়ে চারমাসের শিশুর খাবার দুধ পৌঁছে দিলেন আরপিএফ জওয়ান

কিন্তু এবারের স্নানযাত্রা হয় মন্দির চত্বরে, সেখানে উপস্থিত ছিলেন শুধুমাত্র মন্দির কমিটির সদস্যরাসহ হাতেগোনা কয়েকজন। মন্দির কমিটির পক্ষ থেকে কাজল চ্যাটার্জী বলেন, মানুষকে সুস্থ্য রাখতেই এই বছরের স্নানযাত্রার স্থান পরিবর্তন করা হল। নবদ্বীপ,শান্তিপুরসহ নদীয়ার অন্যান্য অঞ্চলেও স্নানযাত্রা ছিল জৌলুস হীন। নদিয়াবাসী মনে করছে করোনা ভাইরাস এবারে কেড়ে নেবে রথযাত্রার আনন্দ ও। হয়তো বেশিরভাগ জায়গাতেই পথে গড়াবেনা রথের চাকা,পড়বেনা রশিতে টান। রথ দেখার সাথে সাথে কলা বেচেন যারা অর্থাৎ বিভিন্ন মেলায় ছোট ছোট দোকান করে যাদের দিন গুজরান হয় তাদের মন এবার বিষন্নতায় ভরা।

আরো পড়ুন- কালী ও জগদ্ধাত্রী পুজোর মতই তান্ত্রিক মতে পুজো হয়ে থাকে অন্নপূর্ণার

You may also like

Leave a Reply!