Home দেশ ভারতের সেরা বিজ্ঞান পুরস্কার জয়ী ছয় বাঙালি 

ভারতের সেরা বিজ্ঞান পুরস্কার জয়ী ছয় বাঙালি 

by banganews

বঙ্গ নিউস, ৩০ সেপ্টেম্বর,২০২০ঃ  এবার জাতীয় মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল করলেন ৬ বঙ্গসন্তান৷ এবছর ‘শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার’ জয়ীদের মধ্যে ৬ জন বাঙালি।
দিল্লির ‘বিজ্ঞান ভবন’-এ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-এর ৭৯তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ঘোষণা করা হয় ১৪ জন পুরস্কারজয়ীর নাম। গণিত, রসায়ন, জীববিজ্ঞান সহ ৭টি ক্ষেত্রে অসামান্য গবেষণার জন্য ৪৫ বছরের কম বয়সী ভারতীয় বিজ্ঞানীদের এই সম্মাননার জন্য বেছে নেওয়া হয়।প্রত্যেক বিভাগে এবার দু’জন করে যৌথভাবে পুরস্কারে ভূষিত হয়েছেন। পুরস্কারের অর্থমূল্য ৫ লক্ষ টাকা।

আরও পড়ুন জোর করে শেষকৃত্য, অভিযোগ হাথরাসের নির্যাতিতার পরিবারের

বাঙালিদের মধ্যে
গণিতে পুরস্কারজয়ী ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক রজতশুভ্র হাজরা।

ভূবিজ্ঞানে পুরস্কারজয়ী দুই বাঙালি খড়গপুরের আইআইটির অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায় এবং আইআইটি বম্বের অধ্যাপক অধ্যাপক সূর্যেন্দু দত্ত।
পদার্থবিজ্ঞানে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুরজিৎ ধাড়া এবং মুম্বইয়ের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের অধ্যাপক কিংশুক দাশগুপ্ত যৌথভাবে পুরস্কার অর্জন করেছেন।

জীববিজ্ঞানে হায়দরাবাদের সেন্টার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অ্যান্ড ডায়াগনিস্টিকসের অধ্যাপক শুভদীপ চট্টোপাধ্যায়।

এই ৬ জনের মধ্যে ২ জন এখন পশ্চিমবঙ্গে কর্মরত। বাকি ৪ জন কর্মসূত্রে বাংলার বাইরে থাকেন।

You may also like

Leave a Reply!