Home কলকাতা মুনাফার খাতিরে বিজেপি নেতার বিরুদ্ধে নীরব ফেসবুক, বিস্ফোরক ওয়াল স্ট্রিট জার্নাল

মুনাফার খাতিরে বিজেপি নেতার বিরুদ্ধে নীরব ফেসবুক, বিস্ফোরক ওয়াল স্ট্রিট জার্নাল

by banganews

কলকাতা, ১৬ অগাস্ট, ২০২০ : সংকীর্ণ ব্যবসায়িক লাভের কথা মাথায় রেখে বিজেপি নেতার সাম্প্রদায়িক ‘হেট পোস্ট’ নিয়ে নীরব থেকেছে ফেসবুক। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশ করেছে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট। ক্ষমতাসীন গেরুয়া শিবিরের নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলে ভারতে ব্যবসার ক্ষতি হতে পারে তাই এই অদ্ভুত উদাসীনতা ফেসবুক কর্তৃপক্ষের।

আরও পড়ুন দিঘায় মাছের লরির সঙ্গে পর্যটক বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

ওই রিপোর্টে বলা হচ্ছে, তেলেঙ্গানা রাজ্যের বিজেপি বিধায়ক টাইগার রাজা নাভাল সিং প্রকাশ্যে সংখ্যালঘুদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন। সেই বক্তৃতা দাবানলের মতো ছড়িয়ে যায়।
ভারতে ফেসবুকের পাবলিক পলিসির আধিকারিক আঁখি দাস এই পদক্ষেপের বিরুদ্ধে মূলত বাধা হয়ে দাঁড়ান।

ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত বিস্ফোরক সেই প্রতিবেদন জানাচ্ছে, “টি রাজার মন্তব্য ছিল সাম্প্রদায়িক হিংসা ও উস্কানিপ্রবণ। বিষয়টি নজরে এলেও ফেসবুক ব্যবস্থা নেয়নি। এটি ব্যবসায়িক স্বার্থে কেন্দ্রের শাসকদলের প্রতি পক্ষপাতিত্ব।”
জানা যাচ্ছে ফেসবুক পাবলিক পলিসির কর্মীরা স্পষ্ট করে জানানোর পরেও, ‘বিদ্বেষ রোধ আইন’ প্রয়োগে বাধা দেন আঁখি।

এই ঘটনার বিষয়ে প্রশ্ন করলে বিধায়ক টি রাজা সংবাদমাধ্যমকে বলেন, “আমার সঙ্গে কোনও রকম আলাপ আলোচনা না করেই আমার অফিশিয়াল পেজ ২০১৮ তে বন্ধ করেছিল ফেসবুক। এখন আমার নামে অনেক অ্যাকাউন্ট ও পেজ খোলা হয়েছে সেগুলোর দায় আমার ওপর বর্তায় না। এতে আমার কোনও নিয়ন্ত্রণ নেই।”
তিনি আরও বলেন যে ভিডিওটিও তিনি আপলোড করেনি।

আরও পড়ুন স্বাস্থ্যকর্তার পদত্যাগ, করোনা টিকার উৎপাদন শুরু করল রাশিয়া

ফেসবুকের মুখপাত্র অ্যান্ডি স্টেন বলেন, “হিংসা বা উস্কানিমূলক মন্তব্য থাকলে তা নিষিদ্ধ করে, ফেসবুক থেকে মুছে দেয় তারা। নিরপেক্ষ হয়েই ফেসবুক গোটা বিশ্বব্যাপী এই কাজ করে। তবে এই কাজে আরও গভীর অভিনিবেশের প্রয়োজন আছে।”

প্রসঙ্গত, ফেব্রুয়ারি-মার্চে মাসে ট্রাম্পের ভারত সফরের সময় দিল্লি হিংসাতেও বিজেপি নেতা ও কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের বিতর্কিত মন্তব্য ঝড় তুলেছিল। তার ‘গোলি মারো’ নির্দেশ জাতীয় রাজনীতিতে সমালোচিত হয়েছিল। সেবার অনুরাগকে নোটিশ পাঠিয়েছিল ফেসবুক।

You may also like

Leave a Reply!