ঝাড়গ্রাম, ৯ ডিসেম্বর, ২০২০ঃ এক যুবকের মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ঝাড়গ্রাম। মঙ্গলবার ঝাড়গ্রামের বাছুড়ডোবা এলাকায় একটি ক্রিকেট টুর্ণামেন্ট ছিল। সেখানে খেলা দেখতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা শেখ তদবীর আলি। কিন্তু হটাৎই তাঁকে তাড়া করে এনভিএফ এর কর্মী বিশ্বজিৎ প্রধান। তাঁকে লক্ষ দুটি গুলি ছোঁড়ে। একটি তদবীরের মাথায় লাগে, অন্যটি পাশ কাটিয়ে বেরিয়ে যায়। অভিযোগ এরপর তদবীরকে এলোপাথাড়ি কোপাতে থাকে এনভিএফের ওই কর্মী।
আরও পড়ুন আবারও শিরোনামে পুলওয়ামা, গুলির লড়াইয়ে খতম দুই জেহাদি
পরে স্থানীয়রা তদবীর আলিকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে রেফার করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হলে পথেই মৃত্যু হয় তদবীর আলির। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার স্থানীয় বাসিন্দারা। আজ সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে ময়নাতদন্তের পর আজ বিকেলে তদবীরের দেহ নিয়ে আসা হবে গ্রামে। সেইসময় ফের উত্তেজনা তৈরির আশঙ্কা করছে পুলিশ।