মেদিনীপুর, ১৯ ডিসেম্বর, ২০২০ঃ সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দিয়েই স্লোগান তুললেন “তোলাবাজ ভাইপো হঠাও”। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেই একথা বলেন শুভেন্দু অধিকারী। আজ মেদিনীপুর সফরে এসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর হাত ধরেই বিজেপিতে যোগদান করলেন শুভেন্দু অধিকারী। ‘মা বলতে হলে নিজের মা আর ভারতমাতাকে মা বলব, অন্যকাউকে নয়, মেদিনীপুর থেকে বললেন শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন যখন করোনা হয়েছিল তখন কেউ খোঁজ নেননি, অমিত শাহ খোঁজ নিয়েছেন। বিজেপি নেতৃত্বকে আশ্বস্ত করে শুভেন্দু অধিকারী বলেছেন “শুভেন্দু মাতব্বরি করতে আসেনি, একজন কর্মী হিসাবে দলের নির্দেশ পালন করবেন। যেখানে বিশ্বাস নেই , সম্মান নেই সেখানে থাকব না বলেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় প্রকল্পকে রাজ্যে চালু করা হচ্ছে না বলে তোপ দাগেন তিনি। অমিত শাহকে বড় দাদা বলে সম্বোধন করেন তিনি।
আরও পড়ুন
শুভেন্দু বললেন “নেতাগিরি করব না, বিজেপি পতাকা লাগাতে বললে লাগাব, দেওয়াল লিখতে বললে লিখব। ছাত্র রাজনীতি থেকে উঠে এসছি সব অভ্যাস আছে। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের আগে তৃণমূলকর্মীদের উদ্দেশ্যে খোলা চিঠি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তিনি বলেছেন “গত ১০ বছরে কোনোও পরিবর্তন হয়নি। নীচুতলার কর্মীরা একটু একটু করে দল তৈরি করেছেন কিন্তু কোনো গুরুত্ব পাননি। ব্যাক্তিগত স্বার্থ প্রাধান্য পেয়েছে। আজ ১০ বছর পর দুয়ারে সরকার প্রকল্পের কথা ভাবতে হচ্ছে। রাজ্যের মানুষকে ঠিক করতে হবে তারা কি করবেন। আজ আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আশা রাখি আপনারাও আমার সঙ্গে নতুন পথে হাঁটবেন। তিন দশক আগে যে আদর্শের লড়াই শুরু করেছিলাম তা চালিয়ে যাব”।