Home বঙ্গ অব্যাহত শুভেন্দু জট, সৌগতকে বার্তায় চিন্তায় তৃণমূল

অব্যাহত শুভেন্দু জট, সৌগতকে বার্তায় চিন্তায় তৃণমূল

by banganews

পূর্ব মেদিনীপুর, ২ ডিসেম্বর, ২০২০ঃ  যাবতীয় জল্পনার মাঝেই গতরাতে হঠাৎ শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন বকলমে দলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেন্টর পিকে সহ তৃণমূলের হেভিওয়েট নেতারা। বৈঠকের পর ঘটা করে জানানো হয় সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এতে আশার আলো দেখছিলেন তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশ। মঙ্গলবার শুভেন্দু দলে থাকার খবর পেয়ে জেলার পাশাপাশি রাজ্যজুড়ে শুভেন্দু অধিকারীর অনুগামী ও তৃণমূলের কর্মী সমর্থকরা উল্লসিত হয়ে বাজি ফাটানো, আবির খেলাতেও মাতেন বুধবার সকালেও। তবে নীরব ছিলেন শুভেন্দু। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়তে থাকে দলের অন্দরে। কারণ শুভেন্দু নিজেই মেসেজ করেন সৌগত রায়কে। জানিয়ে দেন, তৃণমূলে থাকা তাঁর পক্ষে আর সম্ভব নয়। আর সেই খবরে হতাশ তৃণমূলের একাংশ।

আরও পড়ুন ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে ভয় পেয়েছে বিজেপি, দিলীপকে বিঁধলেন ফিরহাদ হাকিম

মঙ্গলবার খোদ দলনেত্রীও শুভেন্দুর সঙ্গে ফোনে কথা বলেছেন বলে সৌগতবাবু জানান। তার পরেই বরফ গলতে পারে বলে মনে করা হচ্ছিল। বুধবার সকালে আরও স্পষ্ট করে সৌগত রায় জানিয়ে দেন, শুভেন্দু তৃণমূলেই থাকছেন। আর শুভেন্দুর মুখ না-খোলা নিয়ে তাঁর দাবি, দু’-এক দিনের মধ্যেই সাংবাদিক বৈঠক করে সিদ্ধান্ত জানানোর কথা শুভেন্দুর। সেই খবর ছড়িয়ে পড়লেও পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্ব তা পুরোপুরি মেনে নিতে পারেনি। এখনও জল্পনা, সন্দেহের আবহ কাটেনি। শুভেন্দু নিজে মুখে না-বলা পর্যন্ত তাঁর অনুগামী এবং বিরোধী— দু’পক্ষই ভারসাম্যের রাস্তায় হাঁটছেন। , ‘‘সমস্যা মিটে গেলে জেলার নেতৃত্বকে একজোট করতে সময় লাগবে না শুভেন্দুর। সব কিছু তো গোছানো আছেই। হাতে সময়ও যথেষ্ট রয়েছে। শুভেন্দু মাঠে নামলেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’’

শুভেন্দুকে ঘিরে দু’ভাগ শিল্পাঞ্চলও। শুভেন্দু ঘনিষ্ঠ হলদিয়ার তৃণমূল নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা ট্রেড ইউনিয়নের কার্যকরী সভাপতি শিবনাথ সরকার এ নিয়ে মন্তব্যই করতে চাননি। তিনি বলেন, ‘‘রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করব না। তবে লক্ষণ শেঠের আমলে শ্রমিকদের বাক স্বাধীনতা ছিল না। আগে শ্রমিকদের থেকে বাধ্যতামূলক চাঁদা নেওয়া হত, এখন নেওয়া হয় না।’’ অন্য দিকে শুভেন্দু-বিরোধী বলে পরিচিত হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান কাউন্সিলর দেবপ্রসাদ মণ্ডল বলেন, ‘‘জেলা বা রাজ্য নেতৃত্বের তরফে কোনও নির্দেশ আসেনি। আমরাও সরাসরি কোনও খবর পাইনি। শুভেন্দু নিজে বিবৃতি দিলে পরিষ্কার হত।’’

আরও পড়ুন ভ্যাকসিন নিলেন ফিরহাদ হাকিম, ভারতীয় টিকাতেই আস্থা পুরমন্ত্রীর

শুভেন্দুর কাঁথির বাড়ি শান্তিকুঞ্জেও তেমন কোনও আলাদা ছবি চোখে পড়েনি। গেটের ভিতরে অনেকগুলি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখাখ যায়। শুধু গত কয়েক দিন ধরে বাড়ির বাইরে এক জন বন্দুকধারী পুলিশ থাকলেও বুধবার তাঁর দেখা মেলেনি। বৃহস্পতিবার হলদিয়ায় শুভেন্দু অনুগামীদের পূর্ব পরিকল্পিত মিছিলের সূচিতে কোনও বদল হয়নি। ক্ষুদিরাম বসুর ১৩১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টে নাগাদ একটি মেগা শোভাযাত্রা করতে চলেছেন তাঁরা। যদিও মিছিলে শুভেন্দু নিজে থাকবেন না। দাদার অনুগামী বলে পরিচিত পুলক লাহিড়ী ও গার্গী মুখার্জি বলেন, আমাদের দাদা যেখানে সম্মান পাবেন সেখানে তিনি থাকবেন। তিনি যেভাবে চলতে যান, আমারা দাদার অনুগামীরাও সেই পথের পথিক হয়েই চলবো। দাদার সাথে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। তবে তৃণমূলের জেলা সভাপতি তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী এই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি। সময়েই সব বলবে বলে জানান তিনি। শুভেন্দুর পথ এখন কোন পথে মিশবে, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।

You may also like

Leave a Reply!