Home বিনোদন ক্ষমা চাইলেন শ্রেয়া, কিন্তু কেন?

ক্ষমা চাইলেন শ্রেয়া, কিন্তু কেন?

by banganews

সোশাল মিডিয়ায় ক্ষমা চাইলেন শ্রেয়া ঘোষাল৷ কিন্তু কেন? স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রেয়া ঘোষাল একটি গান রিলিজ করেন তাঁর ইউটিউব চ্যালেনে। এই গান নিয়ে কথা বলতেই লাইভে এসেছিলেন৷

দর্শক হোন বা শ্রোতা, তাঁদের ভালোবাসাতেই জনপ্রিয় হয়ে ওঠেন একজন সেলেব্রিটি । তাই তাঁদের সঙ্গে নিত্য যোগাযোগ রাখতে চান স্টাররা৷ বেশিরভাগ ক্ষেত্রেই এই যোগাযোগের জন্য স্পেশাল স্টাফও রেখে থাকেন অনেকে। কিন্তু সেই তালিকাতে পড়েন না গায়িকা শ্রেয়া ঘোষাল। আর সেই জন্যই বোধহয় আজ তাঁকে ক্ষমা চাইতে হল।

আরও পড়ুন আজ রাতে আসছে সিবিআই, সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞ

সদ্য মুক্তিপ্রাপ্ত গান নিয়ে কথা বলতে বলতেই লাইভ মাঝ পথেই হয়ে যায় বন্ধ। আর সেই গোলযোগের কারণে তিনি ক্ষমা চেয়ে নিলেন ভক্তদের থেকে। জানালেন, তিনি তাঁর সোশাল মিডিয়া পেজ নিজেই দেখেন৷ যার ফলে, খু্ঁটিনাটি টেকনিক্যাল সমস্যা হলে তা সামাল দিতে খানিক বেগ পেতে হয়। সেই কারণেই লাইভ বন্ধ হয়ে যাওয়ার পরও তিনি আরেকবার ফিরে আসতে পারেননি।

আরও পড়ুন ভাঙা হল বিসমিল্লার স্মৃতিধন্য বাড়ি, গড়ে উঠবে শপিং মল

তিনি জানান, তাঁর ও ভক্তদের সম্পর্ক খুব ব্যক্তিগত বলে তিনি মনে করেন। তাই এই সোশাল মিডিয়া পেজ অন্য কাউকে তিনি দায়িত্ব দেননি৷ ইতিমধ্যেই তাঁর ইউটিউবে চারটি গান মুক্তি পেয়েছে, আগামীতে আরও দুটি গান আসছে।

You may also like

Leave a Reply!