Home দেশ ফের শিবসেনা-বিজেপি আঁতাত মহারাষ্ট্রে?

ফের শিবসেনা-বিজেপি আঁতাত মহারাষ্ট্রে?

by banganews

মুম্বই, ২৭ সেপ্টেম্বর, ২০২০: মহারাষ্ট্রে এবার কি নতুন সমীকরণ? কঙ্গনা-শিবসেনা বাগযুদ্ধ চরমে ওঠার আবহেই সঞ্জয় রাউত আর দেবেন্দ্র ফড়নবিশের রুদ্ধদ্বার বৈঠক ঘিরে জল্পনা চরমে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মহারাষ্ট্র জুড়ে শিবসেনা-বিজেপি দ্বৈরথই সবচেয়ে বড় আলোচনার বিষয়।

আরও পড়ুন তারকাদের ধাওয়া, সংবাদমাধ্যমকে ধমক পুলিশের

শনিবার মুম্বইয়ের পশ্চিম শহরতলির একটি বিলাসবহুল হোটেলে মুখোমুখি বৈঠকে বসেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত আর বিজেপি-র দেবেন্দ্র ফড়নবিশ। রুদ্ধদ্বার ঘরে বৈঠকের বিষয় সম্পর্কে ধোঁয়াশা সর্বত্র। যদিও বৈঠকশেষে দুজনেই বলেছেন, সব ব্যাপারে রাজনীতিকে না জড়ানোই উচিত। এই বৈঠকে কোনও রাজনীতি নেই। শুধুই সৌজন্য সাক্ষাৎ। বলা বাহুল্য, এই সাক্ষাৎকে অরাজনৈতিক বলে মেনে নিতে চাইছে না কোনও পক্ষই।

আরও পড়ুন পুজোর মুখে শহরে ফের বানজারা গ্যাং

গত বছর বিধানসভা নির্বাচনের শেষে শিবসেনা আর বিজেপি-র জোট ভেঙে যায়। তারপর থেকে কোনও তরফই আর মুখোমুখি হয়নি। এই প্রথম দুই দলের নেতা বৈঠকে বসলেন।

You may also like

Leave a Reply!