Home বিনোদন এফটিআইআই-এর শীর্ষে শেখর কাপুর

এফটিআইআই-এর শীর্ষে শেখর কাপুর

by banganews

পুনে, ৩০ সেপ্টেম্বর, ২০২০: ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই) সোসাইটির প্রেসিডেন্ট এবং গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হলেন পরিচালক শেখর কাপুর। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে এই মর্মে ঘোষণা করে জানানো হল, এই বর্ষীয়ান পরিচালকের কার্যকালের মেয়াদ ২০২৩ সালের ৩ মার্চ অবধি।

আরও পড়ুন জোর করে শেষকৃত্য, অভিযোগ হাথরাসের নির্যাতিতার পরিবারের

শেখর কাপুরের আগে এই পদে আসীন ছিলেন বি পি সিং। চলতি বছরের মার্চ মাসে তাঁর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও করোনাকালে এক্সটেনশনে ছিলেন তিনি।
প্রসঙ্গত, আন্তর্জাতিক শুটিংয়ের কারণে অনুপম খের তড়িঘড়ি এফটিআইআই-এর চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালে সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন বি পি সিং।

আরও পড়ুন আজও জামিন হল না রিয়ার

এফটিআইআই-এর ছাত্র পরিষদের তরফ থেকে শেখর কাপুরকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, “অত্যন্ত সঙ্কটের সময় এই পরিবর্তনটা এল। আশা করি, শিক্ষা প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান ফিজ এবং ছাত্রসমাজের কণ্ঠরোধের চেষ্টা, এই দুই বৈষম্যকেই নিয়ন্ত্রণ করতে পারবেন শেখর কাপুরের মতো বরিষ্ঠ পরিচালক।”

You may also like

Leave a Reply!