TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

গানের সঙ্গে পড়াশুনা, দুই ক্ষেত্রেই চলছে অন্বেষণ

বঙ্গ নিউস, ৭ জানুয়ারি, ২০২১ঃ বাড়িতে বরাবর গানের পরিবেশ ছিল অন্বেষার। বাবা চন্দন মুস্তাফি অত্যন্ত জনপ্রিয় স্টিল গিটারিস্ট। পরিবারে সঙ্গীতের পরিবেশ থাকায় খুব ছোট বয়স থেকেই গানের চর্চা শুরু করেন অন্বেষা বাবার হাত ধরে৷ তার বাবা নিজে একজন বেতার শিল্পী৷ ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুই ধারাতেই পারদর্শী তিনি। তাঁরই হাত ধরে অন্বেষা সংগীত জীবনে প্রবেশ।

এরপর শ্রী ভাস্কর ভট্টাচার্য,শ্রীমতী মঞ্জরি নাগ, শ্রী শুভঙ্কর ভাস্কর, শ্রী স্নিগ্ধদেব সেনগুপ্ত এবং সম্প্রতি মুম্বাইয়ে শ্রী অভিজিৎ ঘোষাল এর কাছে গানের তালিম নিচ্ছেন অন্বেষা৷ স্বর্গীয় পন্ডিত উৎপল সরকার এবং পন্ডিত নীহাররঞ্জন বন্দ্যোপাধ্যায় এর কাছেও গান শিখেছেন অন্বেষা। রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি এবং ডোভারলেন মিউজিক অ্যাকাডেমির স্কলার অন্বেষা।

মহম্মদ রফির জন্মদিনে মহম্মদ রফির গাওয়া একটি বিখ্যাত গান অন্বেষা গেয়েছেন। গানটি অন্বেষার নিজস্ব ইউটিউব চ্যানেলে রিলিজ করেছে৷ প্রসঙ্গত এতদিন অন্বেষা বাংলা গানে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন। অন্বেষা রেডিওতে অনুমোদনপ্রাপ্ত শিল্পী। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, ভজন, বাংলা আধুনিক গান পরিবেশন করেন রেডিওতে। কেবল রেডিও নয় বিভিন্ন টিভি শোতে তিনি অনুষ্ঠান করেন৷ বাংলা গানের জগতে দীর্ঘদিন চর্চার পরে এবার তার হিন্দি গানের জগতে প্রবেশ। মহম্মদ রফির গান দিয়েই হিন্দি গানের যাত্রা শুরু করেছেন কারণ পুরোনো স্বর্ণযুগের গান তার বিশেষ পছন্দ৷

অন্বেষার প্রিয় শিল্পী শ্রীমতী আরতি মুখোপাধ্যায়, শ্রীমতী সুমন কল্যাণপুর, শ্রী শ্যামল মিত্র,শ্রী মান্না দে,শ্রী জগজিৎ সিং,
এখনকার মধ্যে শুভমিতা ব্যানার্জি, শুভঙ্কর ভাস্কর, স্নিগ্ধদেব সেনগুপ্ত, জয়তী চক্রবর্তী
বলিউড এ অলকা ইয়াজ্ঞি, সোনু নিগম,শ্রেয়া ঘোষাল, পাপন তার বিশেষ পছন্দের শিল্পী৷

এর পরবর্তী সময়ে ‘পাগল হাওয়া’ সলিল চৌধুরীর এই বিখ্যাত গান শ্রোতাদের উপহার দিতে চলেছেন অন্বেষা৷ গানের জগতে অনেকটা পথ হাঁটতে চান তিনি। অন্বেষা জানিয়েছেন, “আগামী দিনে গান নিয়ে অবশ্যই অনেক অনেক ভালো ভালো কাজ করার ইচ্ছে রয়েছে,প্লে ব্যাক করার ও ইচ্ছে রয়েছে এবং আরও অনেক শেখার ইচ্ছে রয়েছে”

তবে অন্বেষা যে শুধু গান করেন তাই নয়, অত্যন্ত মেধাবী ছাত্রী তিনি৷ ভূগোলে স্নাতকোত্তর এবং নেট পাশ করেছেন সেইসঙ্গে সাহিত্য ভালোবাসেন