বড়সড় দুর্ঘটনা এড়াল শতাব্দী এক্সপ্রেস। ঝাঁসি ও করারি স্টেশনের মাঝে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু চালকের তৎপরতায় সেই দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাব্দী এক্সপ্রেস। এই দুই স্টেশনের মাঝের লাইনে কেউ বা কারা পাথর ফেলে রেখেছিল। ইঞ্জিনের সঙ্গে পাথরের ধাক্কা খাওয়ায় সতর্ক হয়ে যান চালক। সেই সময় লাইনচ্যুত হয়ে যেতে পারত শতাব্দী এক্সপ্রেস, কিন্তু চালক কোনোরকমে সামলে নেন। ইঞ্জিনের সঙ্গে পাথরের ধাক্কার সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন চালক।
সম্পর্কে কনসেন্ট কী? সাইবার ক্রাইম এর সঙ্গে কনসেন্ট এর সম্পর্ক কী?
হাবিবগঞ্জ থেকে নয়াদিল্লির দিকে যাওয়ার সময় দাতিয়ারের সামনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে যান লোকো পরীক্ষক থেকে রেল পথ পরীক্ষক। জানা গিয়েছে লাইনের মধ্যে বেশ কিছুটা তফাতে তিনটি পাথর রাখা ছিল। অজ্ঞাতপরিচয়ের নামে মামলা করে তদন্ত শুরু করেছে রেলপুলিশ।