Home বিনোদন সারাকে ট্রিট দিতে সুশান্তের সত্তর লক্ষ

সারাকে ট্রিট দিতে সুশান্তের সত্তর লক্ষ

by banganews

মুম্বই, ৩১ অগাস্ট, ২০২০: সারা আলি খানকে নিয়ে থাইল্যান্ড ট্রিপে সত্তর লক্ষ টাকা খরচা করেছিলেন সুশান্ত সিং রাজপুত। সম্প্রতি এ কথা জানালেন সুশান্তের প্রাক্তন সহকারী সাবির।
কেদারনাথ ছবির সাফল্যের পরে থাইল্যান্ডে উড়ে গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। সঙ্গে ছিলেন সারা আলি খান। সারাকে ট্রিট দিতেই এই সফরের আয়োজন করেন সুশান্ত।

আরও পড়ুন আটঘন্টা টানা জিজ্ঞাসাবাদ রিয়াকে, আগামীকাল CBI অফিসে যাচ্ছেন সুশান্তের বোন

ব্যাপারটা এতদিন কানাঘুষো মনে হলেও এবার মুখ খুললেন সুশান্তের প্রাক্তন সহকারী সাবির। তিনি নিজেও ওই ট্রিপে ছিলেন। সাবির জানালেন, থাইল্যান্ড ট্রিপে খরচা হয়েছিল ৭০ লক্ষ টাকা। চার্টার্ড বিমানে গিয়েছিলেন সুশান্ত। সেই ট্রিপে ছিলেন মোট সাতজন। সারা আর সুশান্তের সঙ্গে ছিলেন সিদ্ধার্থ গুপ্তা, কুশল জাভেরি, আব্বাস, বডিগার্ড মুসতাক এবং সাবির নিজে।
সে সময় সারা আলি খান আর সুশান্তের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানান সাবির। একদিন সুইমিং করতে বেরনো ছাড়া দুদিনের এই থাইল্যান্ড ট্রিপে হোটেল ছেড়ে বেরোননি সারা আর সুশান্ত।
যদিও সুশান্তের সঙ্গে সারার প্রেম টেকেনি। খবরে প্রকাশ, এমন সাধারণ এক নায়কের সঙ্গে সারা আলির জড়িয়ে পড়াটা মেনে নিতে পারেননি পতৌদিরা।
এদিকে এই ব্যাপারটি নিয়ে মুখ খুলতে চাননি সারা আলি খান।

You may also like

Leave a Reply!