দুদিনও কাটেনি আমফান ঘূর্ণিঝড়ের তান্ডব। আবার আজই বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। গত পরশু রাতে এক ভয়াল মুহূর্তের সাক্ষী থেকেছে রাজ্যবাসী। এক ভয়াবহ ঘুর্ণিঝড় তছনছ করে দিয়ে গেছে গোটা রাজ্যকে। ঝড় বিলীন হয়েছে।

এখনও জলে জলাময় হয়ে রয়েছে মাইলের পর মাইল এলাকা। একটু একটু করে ঘুরে দাড়ানোর চেস্টা করছে রাজ্য। কিন্তু এখনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিনবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। উওরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে।
আজ শুক্রবার সকাল পর্যন্ত কোচবিহারে ৫২.৫ মিলিমিটার, জলপাইগুড়িতে ৩৭.২ মিলিমিটার, দার্জিলিংয়ে ৮.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাপমাত্রা ছিল সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। আজও তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। কলকাতার দমদমে সকালের দিকে হালকা বৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ফের বৃষ্টি ভাবিয়ে তুলেছে জলমগ্ন এলাকার বাসিন্দাদের। যদিও প্রসাশনের তরফে ত্রাণ পাঠানো হয়েছে ক্ষতিগ্রস্থ এলাকায়। এখন দেখার প্রকৃতির এই লীলা থেকে কবে মুক্তি পায় সাধারণ মানুষ।