Home দেশ কর্মীদের জন্য স্বেচ্ছাবসর চালুর পরিকল্পনা SBI-এর

কর্মীদের জন্য স্বেচ্ছাবসর চালুর পরিকল্পনা SBI-এর

by banganews

দিল্লি, ৭ সেপ্টেম্বর, ২০২০ঃ  খরচে লাগাম দিতে কর্মী সংখ্যা কমানোর পথে হাঁটছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্কের ৩০,১৯০ জন কর্মীকে আগাম অবসর বা ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট ( VRS) এর সুযোগ দেওয়া হবে।

সূত্রের খবর, যে সব কর্মীর বয়স ৫৫ হয়ে গিয়েছে এবং ব্যাঙ্কে ২৫ বছর কাজ করেছেন তাঁদের আগাম অবসর নিতে বলবে SBI।ব্যাঙ্কের হিসেব অনুযায়ী, এই অফিসার ও কর্মীদের মধ্যে ৩০ শতাংশ যদি স্বেচ্ছাবসর গ্রহণ করেন, তবে ২০২০ সালের জুলাই মাসের বেতন অনুযায়ী সংস্থার ১,৬৬২.৮৬ কোটি টাকা খরচ বাঁচবে।

আরও পড়ুন করোনার কোপে পিছোল ভারতের চাঁদযাত্রা

 

আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্বেচ্ছাবসর এর আবেদন করা যাবে। আগাম অবসরের এই প্রকল্পের সুবিধা যাঁরা নিতে চাইবেন, তাঁদের বাকি থাকা চাকরির মেয়াদের ৫০ শতাংশ বেতন এককালীন দেওয়া হবে। গ্র্যাচুইটি, পেনশন, প্রভিডেন্ড ফান্ড ও মেডিক্যাল সংক্রান্ত সুযোগসুবিধাও পাবেন। দু’বছর পরে ফের ব্যাঙ্কে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

You may also like

Leave a Reply!