Home বিনোদন পরিচালক সপ্তাশ্ব বসু এবং অভিনেত্রী মাহি ঘুরে এলেন ভুতুড়ে জায়গায়

পরিচালক সপ্তাশ্ব বসু এবং অভিনেত্রী মাহি ঘুরে এলেন ভুতুড়ে জায়গায়

by banganews

পুজোর ছুটি পেলেই মনটা ঘুরতে যাই ঘুরতে যাই করে৷ কিন্তু  করোনার জন্য ঘোরাঘুরি প্রায় বন্ধ৷ তাই পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই  পরিচালক সপ্তাশ্ব বসু এবং অভিনেত্রী মাহি কর বেরিয়ে পড়েছেন  অ্যাডভেঞ্চারে। কার্শিয়াং ডাওহিল এর দিকে বিখ্যাত কিছু ভুতুড়ে জায়গা রয়েছে যা বিশ্বের এবং ভারতের সেরা কিছু ভুতুড়ে জায়গার অন্তর্ভুক্ত। এদের মধ্যে ডেথ রোড, ভিক্টোরিয়া বয়েজ স্কুল, ডাউহিল চার্চ উল্লেখ্যোগ্য৷

পুজোর পরেই শুরু নতুন ছবির শ্যুটিং। সপ্তাশ্ব বসুর পরিচালনায় মাহি অভিনীত নতুন ছবি আসছে৷ তার মাঝেই একটু ঘুরে আসা।

পাহাড়ে খাবার বলতে ছিল সবজি, চিকেন এবং হোম স্টে থেকে দেওয়া পাহাড়ি খাবার।  তবে ভুতুড়ে জায়গা মানেই যে ভুত লাফিয়ে চলে এল তা নয়৷ ডেথ রোডে যারা গেছেন তারা বলেছেন পথের মধ্যে যেতে যেতে দেখা যায় মুণ্ডু কাটা একটি ছেলেকে৷ সপ্তাশ্ব এবং মাহি এমন কিছু দেখতে পায়নি৷ কিন্তু তারা জানিয়েছে শিহরণ জাগানোর মতই চারপাশের পরিবেশ৷ সামান্য দূরত্বেও তাপমাত্রার অনেকটা হেরফের, নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল৷ ওখানকার সমস্ত টুরিস্ট এর অভিজ্ঞতাই কমবেশি অস্বস্তিকর।

আরো পড়ুন 

পথটা সহজ ছিল না ভিকির

টুরিস্ট গাইড শুনিয়েছেন নানারকম রোমহষর্ক গল্প৷ ১৮৭৮ এ ডাউহিল চার্চ তৈরি হয়৷ পাশের স্কুল এবং বনভূমিতে অনেকেই নানারকম ভুতুড়ে আওয়াজ শুনেছেন৷ তাই শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চাইলে আপনিও যেতে পারেন৷ লোকাল গাইড থাকলেও বদলে যাওয়া পরিস্থিতি সামলাতে হবে শান্ত মনে  ঠাণ্ডা মাথায়৷

You may also like

Leave a Reply!