Home বিনোদন সেলফ আইসোলেশনে সলমন খান

সেলফ আইসোলেশনে সলমন খান

by banganews

বঙ্গ নিউস, ১৯ নভেম্বর, ২০২০ঃ খানদানে করোনার হানা। সংক্রমিত হয়েছেন সলমনের ব্যক্তিগত গাড়ির চালক। সেই সঙ্গে তাঁর আরও দুই কর্মীর রিপোর্টও পজিটিভ। এই খবর আসার সঙ্গে সঙ্গেই মুম্বইয়ের বাংলোতেই সেলফ আইসোলেশনে ঢুকে গেলেন সলমন খান। শুধু তিনি একা নন, তাঁর পরিবারের বাকি সদস্যরাও আইসোলেশনে। কোভিড টেস্ট করিয়েছেন প্রত্যেকে। রিপোর্ট মেলেনি এখনও।
সূত্রের খবর, সলমনের বাড়ির আক্রান্ত প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসার খরচ বহন করছেন সলমন নিজেই।

আরও পড়ুন সৌমিত্রের পরিবারকে অপমান, আইনি পথে পৌলমী

তবে ভাইজান আইসোলেশনে থাকায় বিগ বস শুটিংয়ে তার প্রভাব পড়বে তো বটেই। সলমনের জায়গায় সাময়িকভাবে বিকল্প হোস্ট কে হতে পারেন, তাই নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ ভাবছেন বলে খবর।

You may also like

Leave a Reply!