Home বিনোদন পানভেল থেকে বিগ বস প্রোমোয় সলমন

পানভেল থেকে বিগ বস প্রোমোয় সলমন

by banganews

সব ঠিক থাকলে জুন মাসেই হয়ে যেত ঘোষণা। এখন করোনা সঙ্কটে পড়ে পিছিয়ে গেল সব। তবে শোনা যাচ্ছে, কৌন বনেগা ক্রোড়পতি শো-এর জন্য অমিতাভ বচ্চন বাড়ি থেকে প্রোমো শুটিং করার পর এবার সলমন খান।

শোনা যাচ্ছে, পানভেলের ফার্মহাউজ থেকে বিগ বস ১৪-এর জন্য প্রোমো শুট করবেন সলমন খান। বিগ বস ক্রিয়েটিভ টিম আপাতত প্রোমো ডিজাইন করতে ব্যস্ত। তারপর সলমন খানকে তা দেখানো হবে। সলমন পরামর্শ দিয়েছেন, এবারের থিমে সোশাল ডিসট্যান্সিং ব্যাপারটা রাখা হয় যেন।

আরো পড়ুন – করোনা পরবর্তী সময়ে টেলিপাড়ার ছবিটা ঠিক কেমন হবে? জানালেন সত্রাজিৎ সেন

জানা যাচ্ছে, অক্টোবরের প্রথম সপ্তাহে বিগ বস ১৪-এর প্রিমিয়ার হবে। এই মরশুমে কে কে থাকছেন, এখনও অবধি চূড়ান্ত হয়নি। তবে ছোটপর্দার দুই চেনা মুখ জান খান আর শগুন পান্ডে থাকতে পারেন বলে খবর।

You may also like

Leave a Reply!