Home বঙ্গ শীর্ষেন্দু মুখোপাধ্যায় পেলেন সাহিত্য একাডেমীর ফেলো সম্মান

শীর্ষেন্দু মুখোপাধ্যায় পেলেন সাহিত্য একাডেমীর ফেলো সম্মান

by banganews

সাহিত্য আকাদেমি ‘ফেলো’ নির্বাচিত হলেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সাহিত্য আকাদেমির বিচারে যে সমস্ত সাহিত্যিক অমর সাহিত্যের স্রষ্টা তাদেরকেই এই সম্মান জানানো হয়। এটি সাহিত্য একাডেমীর সর্বোচ্চ সম্মান। শুধুমাত্র শীর্ষেন্দু মুখোপাধ্যায় নয়৷ তাঁর সঙ্গে আরো ৭ জন ভারতীয় লেখককে এই সম্মান জানিয়েছে সাহিত্য আকাদেমি। তালিকায় রয়েছেন বিভিন্ন ভারতীয় ভাষার সাহিত্যিক। ইংরেজি ভাষায় রাস্কিন বন্ড, মারাঠি কবি প্রাবন্ধিক বালচন্দ্র নেমাডেও।

আরো পড়ুন

ছাত্রীদের আত্মবিশ্বাসী করতে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন শিক্ষিকা

শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাঁর সাহিত্যসৃষ্টির জন্য ইতিমধ্যেই পেয়েছেন একাধিক পুরস্কার, সম্মান৷ বিদ্যাসাগর পুরস্কার, আনন্দ পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার তাদের মধ্যে অন্যতম৷

প্রথম উপন্যাস ‘ঘুণপোকা’-তেই ১৯৬৭ সালে পাঠকের নজর কেড়েছিলেন শীর্ষেন্দু। তার পর একে একে প্রকাশিত হয় ‘কাগজের বউ’, ‘যাও পাখি’, ‘মানবজমিন’, ‘দূরবীন’-এর মতো বিখ্যাত উপন্যাস। বাংলা ছোটগল্পের জগতেও সফল শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ‘গোঁসাইবাগানের ভূত’, ‘মনোজদের অদ্ভুত বাড়ি’ বা ‘পাতালঘর’-এর মতো কিশোর-কাহিনিতেও তাঁর কলমের দক্ষতার পরিচয় পাওয়া যায়। বাংলা সাহিত্যে জাদুবাস্তবতার ছোঁয়া পাওয়া যায় তাঁর লেখায়৷ উপন্যাস থেকে গল্প কিংবা কিশোর কাহিনী সাহিত্যিকের এই অবাধ সৃষ্টিক্ষেত্রকে সম্মান জানাল সাহিত্য আকাদেমি৷

এর আগে সাহিত্য অকাদেমির ফেলো সম্মান পেয়েছেন সুভাষ মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ। অকাদেমির তরফে জানানো হয়েছে, একটি বিশেষ অনুষ্ঠানে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর হাতে তুলে দেওয়া হবে স্মারক।

 

You may also like

Leave a Reply!