Home বিদেশ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে প্রথমবার ভারতীয়দের উদ্ধার রাশিয়ার

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে প্রথমবার ভারতীয়দের উদ্ধার রাশিয়ার

by banganews

দক্ষিণ ইউক্রেনে খেরসন দখল করেছে রাশিয়া। তারপরেই খেরসনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে উদ্যোগ নিল রুশ সেনা। ইউক্রেনে হামলা করার পর এই প্রথম রুশ সেনা ভারতীয়দের উদ্ধারে সহযোগিতা করল। মস্কোয় ভারতীয় দূতাবাস খেরসনে আটকে পড়া তিনজন ভারতীয়কে উদ্ধার করতে সাহায্য করে। তিনজনের মধ্যে দুজন ব্যবসায়ী এবং একজন পড়ুয়া। ক্রিমিয়ার সিমফেরোপোল হয়ে ওঁদের মস্কোয় নিয়ে আসা হয়।

এটাই প্রথম বার রুশ সেনা ভারতীয়দের উদ্ধারে উদ্যোগ নিল। ইউক্রেন থেকে ২২ হাজারেরও বেশি ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৭ হাজার ভারতীয়কে বিশেষ বিমানে ভারত সরকার উড়িয়ে এনেছে। এঁদের সিংহভাগ ভারতীয় বের হতে পেরেছেন কারণ ইউক্রেন এবং রাশিয়া সাময়িক যুদ্ধবিরতির জন্য সম্মত হয়েছিল।

ফের লকডাউন চিনে, এক শহরেই ঘরবন্দি ৯০ লক্ষ

কিন্তু প্রত্যেকেই তাঁরা পশ্চিম ইউক্রেনের সীমান্ত পার করে পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া হয়ে ভারতে ফিরতে পেরেছেন। এটাই প্রথম বার ইউক্রেনের পূর্ব সীমান্ত থেকে রাশিয়া হয়ে তাঁরা দেশে ফিরছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিক জানিয়েছেন, তাঁদের সেনা খেরসনের দখল নিয়েছে। এর আগে ৩ মার্চ খেরসনের রাজধানীকে দখল করেছিল সেনা।

You may also like

Leave a Reply!