Home দেশ আজ সিবিআইয়ের মুখোমুখি রিয়া, জেরা করবেন গোয়েন্দাদলের প্রধান

আজ সিবিআইয়ের মুখোমুখি রিয়া, জেরা করবেন গোয়েন্দাদলের প্রধান

by banganews

মুম্বই, ২৮ অগাস্ট, ২০২০: আজ সিবিআইয়ের জেরার মুখে রিয়া চক্রবর্তী। ডিআরডিও গেস্টহাউজে তাঁকে যে টিম জেরা করছে, তার নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপারিন্টেন্ডেন্ট নূপুর প্রসাদ। এই অফিসারের নেতৃত্বেই সুশান্তকাণ্ডের তদন্ত করতে মুম্বই এসেছে সিবিআই টিম।
সূত্রের খবর, রিয়ার সঙ্গে আজ মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে। ফের নিয়ে আসা হতে পারে সুশান্তের রাঁধুনি নীরজ আর পরিচারক দীপেশকেও।

আরও পড়ুন NEET JEE নিয়ে রাজ্যপালের নীরবতাতে প্রশ্ন তুললেন নুসরত

ডিআরডিও গেস্টহাউজ চত্বরে ফের পৌঁছেছেন সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি। তবে রিয়ার সঙ্গে বসিয়ে তাঁকে জেরা করা হবে কিনা, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
বৃহস্পতিবার রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীকে ১৪ ঘণ্টা ম্যারাথন জেরা করেছেন সিবিআই আধিকারিকরা। আজ শৌভিকের বেশ কিছু উত্তর ক্রসচেক করা হবে বলে খবর। এখনও অবধি জানা যাচ্ছে, রিয়ার জন্য ২৪ দফা প্রশ্ন সাজিয়ে রেখেছে সিবিআই।
এদিকে সুশান্তের মৃত্যুর পর এই প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিয়া তাঁর প্রাক্তন প্রেমিকের মানসিক অবসাদ নিয়ে কথা বলেছেন। সুশান্তের মানসিক অবসাদের বিষয়টিই হাতিয়ার করে এগোচ্ছেন রিয়া আর তাঁর পরিবার।

You may also like

Leave a Reply!