Home বিনোদন সুশান্ত মৃত্যু মামলায় ইডির জেরার মুখে রিয়া, তলব বাবা, ভাই এবং সিদ্ধার্থকেও

সুশান্ত মৃত্যু মামলায় ইডির জেরার মুখে রিয়া, তলব বাবা, ভাই এবং সিদ্ধার্থকেও

by banganews

মুম্বাই, ১০ অগাস্ট, ২০২০ : সুশান্ত সিং রাজপুতের নামে থাকা দুটি সংস্থার পরিচালন কমিটিতে রয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তার ভাই এবং বাবা। এ বিষয়ে যাবতীয় তথ্য জানতে টানা ১৮ ঘন্টা ইডির তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন রিয়ার ভাই শৌভিককে। আজ ইডির প্রশ্নের মুখে রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী। জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে সুশান্তের ক্রিয়েটিভ ম্যানেজার সিদ্ধার্থ পিঠানিকেও।

আরও পড়ুন করোনা পজিটিভ প্রণব মুখার্জী

সুশান্তের নামে থাকা অপর দুটি কোম্পানি রেজিস্ট্রেশনের প্রক্রিয়াধীন। সব মিলিয়ে মোট চারটি কোম্পানি সম্পর্কে সবরকম তথ্য জোগাড় করতে রিয়ার পরিবারকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুশান্ত রিয়ার জীবনে আসার পরেই কাকতালীয়ভাবে চক্রবর্তী পরিবারের আয়-ব্যায়ের পরুমাণ বেড়ে গিয়েছে বহুগুণ। রিয়ার কাছে সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা খরচ করার প্রমাণ পাওয়া গিয়েছে। সেই অর্থ ব্যয়ের কোনওরকম আইনি অধিকার তাঁর রয়েছে কিনা সেটাও বিবেচ্য।

আরও পড়ুন করোনা আবহে দুর্গাপুজোয় অভিনব ‘ড্রাইভ-ইন’ দর্শন

মুম্বইয়ের খার এলাকায় অবস্থিত রিয়ার একটি সম্পত্তিও নজরে কেড়েছে ইডির। ৮৪ লক্ষ টাকার এই সম্পত্তি কিনেছেন রিয়া। একদিকে সেই সম্পত্তির বর্তমান বাজারমূল্য চলতি দরের নিরিখে অত্যন্ত কম, তাছাড়া সেই বিপুল অঙ্কের টাকাই বা রিয়া কোথায় পেলেন, মেলেনি তার সদুত্তর। ২০১৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত জমা হওয়া ইনকাম ট্যাক্স ফাইল অনুযায়ী রিয়ার আয় ছিল মাত্র ১৪ লক্ষ টাকা। এই সামান্য আয়ে বিপুল সম্পত্তি তিনি কিনলেন কীভাবে? সেই তথ্য জানতে রিয়াকে জিজ্ঞাসাবাদ করছে ইডি।

You may also like

Leave a Reply!