Home বঙ্গ ভাটপাড়ায় তৃণমূলকর্মীকে গুলির ঘটনায় মূল অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ

ভাটপাড়ায় তৃণমূলকর্মীকে গুলির ঘটনায় মূল অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ

by banganews

৬ অগাষ্ট, নিজস্ব প্রতিবেদন : ভাটপাড়ায় তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মূল অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল ভাটপাড়া থানার পুলিশ। গত ১৫ জুলাই সকালে চায়ের দোকানে চা খেতে গিয়ে দুষ্কৃতিদের হাতে গুলিবিদ্ধ হন, ভাটপাড়ার সক্রিয় তৃণমূল কর্মী ধর্মেন্দ্র সিং ওরফে ধারুয়া। কিছুদিন পর এই ঘটনায় গণেশ সাউ নামে একজনকে গ্রেফতার করে ভাটপাড়া থানার পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে যান,ভাটপাড়ার ও.সি রাজর্ষি দত্ত এবং অন্যান্য তদন্তকারী অফিসাররা।

আরও পড়ুন :  রুজির আশায় জঙ্গলে গিয়ে তিন মাসে বাঘের পেটে ১২ জন

কীভাবে, কোথায় ধারুয়াকে গুলি করে এবং কীভাবে পালায় তা এদিন পুলিশকে দেখায় অভিযুক্ত গণেশ সাউ। পুলিশ সূত্রে খবর, এই কাজের জন্য লক্ষাধিক টাকার সুপারি পেয়েছিল গণেশ। কে তাদের সুপারি দিয়েছিল তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ।

You may also like

Leave a Reply!