Home খেলা অলিম্পিক্সে ভারতের নতুন সূর্য

অলিম্পিক্সে ভারতের নতুন সূর্য

by banganews

বিশ্বের অন্যতম সেরা প্রতিপক্ষের বিরুদ্ধে জিততে হবে৷ কিন্তু আশা জাগিয়েও শেষ ধাপে এসে কমে গেল সূর্যের তেজ৷ ভারতের গর্বের রবি থমকে গেলেন।  রবি দাহিয়া পুরুষদের কুস্তিতে জিতলেন রুপো৷  রুপোতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। রাশিয়ার জাভুর উগুয়েভের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ভারতের রবি। শুরুর দিকে জাভুর এগিয়ে ছিলেন। কিন্তু পাল্টা লড়াইয়ে প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ জানান রবি৷  প্রথম রাউন্ডের শেষে ২-৪ পয়েন্টে এগিয়ে ছিলেন জাভুর।

 

দ্বিতীয়ার্ধে কৌশল এর সামান্য বদল আর তাতেই রবির আয়ত্তের বাইরে চলে যাচ্ছিল যেন খেলা৷ একসময় ২-৭ পিছিয়ে পড়েছিলেন রবি। কিন্তু থেমে থাকেন নি৷ দমে না গিয়ে  লড়াই চালিয়ে যান৷ ৪-৭ করেন শেষ পর্যন্ত৷ তবে এই খেলায় শেষ মুহূর্তে তেমন কোনও চমক দিতে পারেননি রবি। তাই বীরবিক্রমে লড়াই করলেও রুপোতেই খুশি থাকতে হল তাঁকে

https://twitter.com/Tokyo2020hi/status/1423240795033948160?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1423240795033948160%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fsports%2Ftokyo-olympics-2020-ravi-dahiya-falls-in-the-final-hurdle-settles-for-silver-dgtl%2Fcid%2F1296772

 

 

টোকিওতে ভূমিকম্প! রিখটার স্কেলে মাত্রা ৬

এই পর্যন্ত কুস্তিতে ভারতের মোট সাতটি পদক হল। বিগত ১৩ বছর যাবৎ সোনা আসেনি দেশে অলিম্পিকের মঞ্চ থেকে৷ শেষ বার ২০০৮ সালে অলিম্পিক্সে ব্যক্তিগত পদক এসেছিল শুটিংয়ে, জিতেছিলেন অভিনব বিন্দ্রা। তার পর এই বছর সূর্যের আলো ক্রমে বাড়ছিল, রবি আশা জাগিয়েছিলেন সকলের মনে৷ কিন্তু আজকের দিনটা হয়ত তাঁর স্বর্ণোজ্জ্বল হয়ে ওঠার মত ছিল না৷

You may also like

Leave a Reply!