Home বিনোদন লকডাউনের মধ্যে রণবীর কাপুরের সঙ্গে ছিলেন কি আলিয়া?

লকডাউনের মধ্যে রণবীর কাপুরের সঙ্গে ছিলেন কি আলিয়া?

by banganews

লকডাউনের মধ্যে রণবীর কাপুরের সঙ্গে ছিলেন কি আলিয়া? এই জল্পনার কারণ আলিয়া ভাটের দুটি ইনস্টাগ্রাম পোস্ট। ছবিতে দেখা যাচ্ছে সোফার উপর বসে পোষ্যকে আদর করছেন তিনি। আর এই পোষ্য লিওনেল আসলে রণবীর কাপুরের।

আরও পড়ুন সাইকেল নিয়ে উঠেছেন মেট্রোতে!!

 

এই জল্পনার শুরু হয় লকডাউনের মধ্যে যখন একটি ভিডিও প্রকাশ্যে আসে। ভিডিওতে ঘরোয়া ক্যাজুয়াল পোশাক পরে একই কমপাউন্ডে ঘুরে বেড়াতে দেখা যায় রণবীর ও আলিয়াকে। সে সময় তাদের সঙ্গে ছিল পোষ্য লিওনেল। আর এই ভিডিও প্রাকাশ্যে আসার পরই প্রশ্ন উঠতে শুরু করে যে তাহলে কি একসঙ্গেই রয়েছেন আলিয়া আর রণবীর? এদিকে সকালে “এরা সব কিছু ভালো করে দেয়” ক্যাপশন দিয়ে পোষ্য লিওনেলের সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেন আলিয়া। এরপরই জল্পনা বাড়তে থাকে। যদিও এবিষয়ে কিছু মুখ খোলেননি তাঁরা।

শুধুমাত্র আলিয়া নয়, দিদি শাহিন ও “অন্ততপক্ষে আমাদের কুকুর আছে” শিরোনামে লিওনেলের সাথে তোলা ছবি পোস্ট করেন।
আলিয়ার পরবর্তী ছবি ‘ব্রম্ভাস্ত্র’ অয়ন মুখার্জির পরিচালনায়। রণবীর কাপুর,অমিতাভ বচ্চন অভিনয় করছেন এই ছবিতে। সম্ভবত ডিসেম্বরেই মুক্তি পাবে ছবিটি। এছাড়াও গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি, সাদাক-২ ছবি দুটোও রয়েছে আলিয়ার ঝুলিতে।

 

You may also like

Leave a Reply!