Home আবহাওয়া উত্তরবঙ্গে আজ থেকে কমতে পারে বৃষ্টি

উত্তরবঙ্গে আজ থেকে কমতে পারে বৃষ্টি

by banganews

বেশ কিছুদিন ধরে ভারী বর্ষণে ভাসছে উত্তরবঙ্গ। ইতিমধ্যেই প্লাবিত হয়ে গিয়েছে বেশ কিছু অঞ্চল। ব্যাহত হয়েছে জনজীবন। তবে আজ থেকে কিছুটা হলেও কমতে পারে বৃষ্টির পরিমাণ। মানুষজন আবারও ফিরবে তাঁদের স্বাভাবিক জীবনযাপনে।

আরও পড়ুন মুক্তি পেলো ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ এর ট্রেলার

আবহাওয়া দফতর জানিয়েছিল, আগস্টের প্রথম সপ্তাহে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জন্য বৃষ্টি হতে পারে৷ রবিবার সকাল থেকেই কলকাতায় অল্প রোদ, আর্দ্রতার পরিমাণ বেশি বাতাসে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বেলার দিকে বেশ কয়েকটি জায়গায় বজ্রপাত যুক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

You may also like

Leave a Reply!