Home আবহাওয়া নিম্নচাপের জেরে দুই বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, কমবে না অস্বস্তি

নিম্নচাপের জেরে দুই বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, কমবে না অস্বস্তি

by banganews

অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর তৈরি হতে পারে নিম্নচাপ।যার জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে আগামী সোমবার অবধি। তবে উত্তরবঙ্গ অপেক্ষা দক্ষিণবঙ্গে তূলনামূলক কম বৃষ্টি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

আজ শনিবার, কেমন যাবে আজকের দিন! জেনে নিন আজকের রাশিফল

উত্তর পূর্ব এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতেও সকাল থেকে আকাশে চলছে মেঘ আর রোদের লুকোচুরি । আগামী ৩-৪ দিন রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকাল থেকেই শহরের আকাশে হালকা রোদ। বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে।

You may also like

Leave a Reply!